উদয়নী সোশ্যাল একশন ফোরামের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

বিগত ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে উদয়নী সোশ্যালএকশন োরামের বিভিন্ন নারী সংগঠনের উদ্যোগে  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও হুগলি জেলার পাঁচটি ব্লকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর–১ ব্লকের সম্পূর্ণা নারী কল্যাণ সংগঠন, পূর্ব বর্ধমানের জাগৃতি নারী কল্যাণ সংগঠন (কালনা–১ ব্লক), হাটগাছা নারী মুক্তি সংগঠন (কালনা–২ ব্লক), আদর্শ নারী সংগঠন (জামালপুর ব্লক)এবং হুগলি জেলার প্রত্যুষা নারী সংগঠন (পান্ডুয়া ব্লক) — নিজ নিজ এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর নারীদের নিয়ে গান, র‍্যালি, আলোচনা সভা ও হারিয়ে যাওয়া খাদ্যের গুণমান নিয়ে ভাবনাচিন্তার মাধ্যমে দিনটি পালন করে।

এই কর্মসূচিগুলির মূল উদ্দেশ্য ছিল সকলের জন্য নিরাপদ, পুষ্টিকর ও স্থিতিশীল খাদ্যব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য অনুযায়ী, এই উদ্যোগগুলি সমাজের তৃণমূল স্তরে খাদ্য অধিকার, পুষ্টি ও টেকসই জীবনের প্রশ্নকে সামনে নিয়ে আসে।

ভারতের মতো দেশে, যেখানে বহু মানুষ এখনও অপুষ্টি ও খাদ্য বঞ্চনার শিকার, সেখানে এই ধরনের নারীনেতৃত্বাধীন উদ্যোগ সচেতনতা গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রতিবেদন পারমিতা দত্ত