চট্টগ্রাম ধর্মপ্রদেশের রাঙ্গামাটিতে নব নির্মিত গীর্জা উদ্বোধন অনুষ্ঠান

গত ২৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,চট্টগ্রাম কাথলিক আর্চডায়েসিসের অর্ন্তগত রাঙ্গামাটি ধর্মপল্লীর আসামবস্তিতে নির্মলা মারিয়া গীর্জার শুভ উদ্বোধন করা হয়েছে

নব নির্মিত গীর্জা টি শুভ উদ্ভোধন করেন, চট্টগ্রাম মেট্রোপলিটনের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি এছাড়াও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের ভিকার জেনারেল ফাদার টেরেন্স রড্রিক্স, রাঙ্গামাটি ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল রয়, ফাদার গর্ডেন ডায়েস, ফাদার জয় যোসেফ কুইয়া প্রমুখ

পবিত্র খ্রিস্টযাগ অপর্ণ করেন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, এই পবিত্র গীর্জা হলো আমাদের হৃদয় মন্দিরের মতো যেখানে আমরা আমাদের সকল শুভ ইচ্ছাকে পোষণ করি এবং অন্যের মঙ্গলের জন্য কাজ করি এই গীর্জা হলো একতার  চিহ্ন  কারন এই ধর্মপল্লীর সকলেই এই পবিত্র গীর্জায় একত্রে প্রার্থনা জন্য অংশগ্রহণ করবে

পালপুরোহিত ফাদার মাইকেল রয় বলেন, এই গীর্জা সিনডীয় মণ্ডলীর একটি বড় উদাহরণ দাতা সংস্থাসমূহের অনুদানের পাশাপাশি স্থানীয় জনগনের উৎসাহ উদ্দীপনা এই গীর্জা স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

উল্লেখ্য যে বাংলাদেশের এক দশমাংশ অঞ্চল হলো পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন আদিবাসীদের পাশাপাশিআসাম জনগোষ্ঠীরাঙ্গামাটি অঞ্চলে সুর্দীঘকাল ধরে বসবাস করে আসছে ভারতের উত্তর পূর্বাঞ্চল আসাম রাজ্য থেকে এই পার্বত্য চট্টগ্রাম আগমনের কারনে রাঙ্গামাটিতে আসামবস্তি বাসীদের স্থানীয়ভাবে আসামবস্তি গ্রাম নামে অভিহিত করা হয়

উক্ত আশীর্বাদ অনুষ্ঠানে রাঙামাটি ধর্মপল্লী ছাড়াও চট্টগ্রাম আর্চডাইয়োইসিসের বিভিন্ন ধর্মপল্লী হতে খ্রিস্টভক্তগণ সহ প্রায় ৩০০ জনের মতো এই পবিত্র খিস্টযাগে অংশগ্রহণ করেন এছাড়াও বেশ কয়েকজন সিস্টার উপস্থিত ছিলেন

গীর্জা আশীর্বাদ পবিত্র খ্রিস্টযাগ শেষে অতিথিবৃন্দগণ  বিশেষ স্মরণিকা উন্মোচন করেন

সংবাদ - ফ্লেভিয়ান ডিকস্তা