লক্ষ্মীবাজার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুল আ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো বিশ্ব শিক্ষক দিবস

গত ২৩ অক্টোবর ২০২৫ খিস্টাব্দ পুরানো ঢাকার লক্ষ্মীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যপাঠ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এবং কলেজে অনুষ্ঠিত হলো বিশ্ব শিক্ষক দিবস।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সন্মানিত অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা আরএনডিএম।

উল্লেখ্য ,ঐ দিন সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিলো। প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেনী পযর্ন্ত সকল শিক্ষার্থরা পর্যায়ক্রমে সকল শিক্ষক, অফিস স্টাফসহ সকলকে  নাচ , গান ,উপহার , ফুল এবং কার্ড প্রদানের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময়  করে।

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা বলেন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃজ্ঞতা প্রকাশে এরকম দিবস উদযাপন করা হয় , যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে যে শিক্ষক হলেন জ্ঞানের প্রদীপ, তাদেঁর ঐ জ্ঞানের আলো প্রত্যেক মানুষের মাঝে প্রজ্জ্বলিত হলে দেশ এবং জাতি আলোকিত হবে সমৃদ্ধ হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন  পিতা –মাতার পরেই  শিক্ষকদের স্থান। তাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সন্মান করা তোমাদের প্রধান দায়িত্ব।

সর্বশেষে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরিচালনায় তৃতীয় ধাপের মধ্য দিয়ে সকল শিক্ষকদের শুভেচ্ছা জানানো হয় ।

এই দিনের বিশেষ আকর্ষন ছিলো দেয়ালিকা প্রদর্শণ। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা তাদের দেয়ালিকার মধ্য দিয়ে  শিক্ষকদের প্রতি তাদের ভালোবাসা ,শ্রদ্ধা নিবেদন করে।

উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক রিপন কুমার বণিক বলেন ,শিক্ষক হলেন যে কোনো  জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন ব্যক্তি যারা আগামী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি শিক্ষিত জাতিই পারে সুন্দর , সমৃদ্ধশালী দেশ গঠন করতে। তাই শিক্ষকের অবদান লক্ষ কোটি শব্দ দিয়ে বর্ণনা করা যাবে না।

দিনটির তাৎপর্য শিক্ষার্থীরা  সত্যিই উপলব্ধি করেছে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের  সকল শিক্ষকগণ সন্মানিত হয়েছে বলেন শিক্ষক রিপন কুমার ।

সংবাদ – রিপন কুমার বণিক