পরিবার হচ্ছে মণ্ডলীর প্রাণ। কিন্তু পরিবারগুলো বর্তমান বাস্তবতায় এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। খ্রিস্টান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, পরিবারগুলোর যত্ন করা। আর সেটা যেন হয়ে উঠে খ্রিস্টিয় যত্ন।
স্বাধীনতা পাওয়ার পাশাপাশি পেয়েছি একটি সার্বভৌমত্ব ভূখন্ড। যাদের মহান আত্ম ত্যাগের ও প্রাণের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি তারা আামদের প্রাণের স্পন্দন যোগায়।
দীক্ষাস্নানের গুণে আমরা সবাই যাজক। যাজকত্বকে আমরা চর্চা করতে পারি সাক্রামেন্তীয় যাজকদের সঙ্গে যুক্ত থেকে। যাজকত্ব হলো ঐশ আহ্বান। ঈশ্বরই একজন যাজককে তার কাজের জন্য মনোনীত করেন, বেঁছে নেন এবং উপযুক্ত করে গড়ে তোলেন।
সদস্য সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর ৬৪তম বার্ষিক সাধারণ সভা এবং সেই সাথে উদ্বোধন করা হলো সমিতির স্বপ্নের মেঘা প্রকল্প ‘ডিভাইন মার্সি হাসপাতাল লি:।’