মা মারিয়া আমাদের অনেকভাবে সহায়তা দিয়ে থাকেন রক্ষা করেন সেইজন্য মা মারিয়ার প্রতি আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মায়ের মধ্যদিয়ে আমাদের ধর্মপল্লী তথা বিশ্বমণ্ডলির শান্তি বিরাজ করুক সেই প্রার্থনা করি আজকের এই পর্ব দিনে। সকলে ভাল থাকবেন এই প্রত্যাশা করি।
সাধু আন্তনী আমাদের অন্তরে যে বিশ্বাস জন্ম দিয়েছে আমরা যেন সর্বদা এই বিশ্বাস ধরে রাখি, যাতে করে সাধু আন্তনীর মধ্যস্থতায়, তাঁর হাত ধরে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি।
আজ আসুন আমরা শুনি সংবাদ। আমরা এবার শুনবো বিগত কয়েক দিন/সপ্তাহ কয়েকটি নির্বাচিত খবর যা রেডিও ভেরিতাস এশিয়ার – বাংলা এবং ইংরাজি বিভাগের Website এ স্থান করেছে।
সাধু আনন্তী ছিলেন অত্যন্ত সহজ-সরল, ঈশ্বর ও মানবপ্রেমী, ধার্মিক এবং দয়ালু ও দরদী এক মহান সাধু। তিনি মানুষকে ঈশ্বরের দয়া লাভ করাতে সর্বদায় সাহায্য করেছেন।
তিনি বাংলাদেশ মণ্ডলীতে অনেক গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের পালকীয় সেবা দিয়ে গেছেন। এক কথায় বলা যায় যে, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তি এবং তার জীবন যাপন ছিলো অতি সাধারন তাই তাকে বলা হয় গরীবের বন্ধু।
“প্রদীপ্ত প্রত্যয়ে প্রজ্জ্বলিত পঁচাত্তর” এই স্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে গত তিনদিন ব্যাপি সাবেক ও বর্তমান এবং কৃতি নটরডেমিয়ানদের নিয়ে উদযাপিত হলো এই প্রতিষ্ঠাবার্ষিকী।
“এই ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠেছে। আর এই উৎসব হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনের একটা চিহ্ন,” বলেন অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও।