বান্দরবান উচ্চ বিদ্যালয়ের ষড়যন্ত্রকারী স্বার্থান্বেষী কতিপয় শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
গত ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, বান্দরবান ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের ষড়যন্ত্রকারী স্বার্থান্বেষী কতিপয় শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন।
বান্দরবান ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের বর্তমান অধ্যয়নরত এবং প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের চলমান সমস্যা, বিদ্যালয় সু-পরিচালনার অভাব পূরণের দাবিতে এবং বিদ্যালয়ের ষড়যন্ত্রকারী স্বার্থান্বেষী কতিপয় শিক্ষক যাঁরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য গত ৩ সেপ্টেম্বর, শিক্ষার্থীদের ব্যবহার করেছেন তাঁদের বিরুদ্ধে বান্দরবান জেলা প্রেসক্লাবের সামনে শৃঙ্খল ও শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন।
উক্ত মিছিলটি শিক্ষার্থীরা বিদ্যালয়ের গেইট হতে সকাল ১০:০০ মিনিটে ব্যানার ও ফেস্টুন নিয়ে জেলা প্রেসক্লাবের উদ্দেশ্যে র্যালীর মধ্য দিয়ে তাদের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন শুরু করেন।
উক্ত প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে অত্র বিদ্যালয়ের বর্তমানে চলমান অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীসহ কয়েকশত শিক্ষার্থীদের অংশগ্রণের উপস্থিতি ছিল।
সবাই যখন প্রেসক্লাবের সামনে পৌঁছায় তখন তাঁদের কয়েকজন প্রতিনিধি সবার পক্ষ হয়ে সবার সামনে তাঁদের প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের কারণ-উদ্দেশ্য এবং দাবি পরিষ্কারভাবে ব্যাখ্যা করে তুলে ধরেন।
তাঁদের বক্তব্যে সু-স্পষ্ট ও পরিষ্কারভাবে বলেন,“গত ৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে হয়ে যাওয়া মানববন্ধনটিতে তাদের দাবি ছিল সম্পূর্ণ নিরপেক্ষ ।
তাদের কোন জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের বিরোধিতা করেনি। কিন্তু তাদের সরলতার সুযোগ নিয়ে কিছু সংখ্যক শিক্ষক ষড়যন্ত্র করে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট করেছে। যে সমস্ত ষড়যন্ত্রকারী এসবের মধ্যে জড়িত আছে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করার জন্য অনুরোধ করেন।
তারা আরো বলেন, “বিদ্যালয়ের শিক্ষকদের আভ্যন্তরীণ সমস্যাগুলোর সাথে শিক্ষার্থীদের কেন জড়িত করবে.?” তাদের প্রত্যাশা বিদ্যালয়ের রাজনীতি অবসান করে শিক্ষার্থীরা শিক্ষাবান্ধব পরিবেশ যেন পায়, বিদ্যালয়ের শিক্ষকদের সাথে যেন শিক্ষার্থীদের সু-সম্পর্ক তৈরি হয়। বিদ্যালয়ে যেন সরকারের নিয়মতান্ত্রিক সু-দক্ষ প্রধান শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা হয়।
সবশেষে শিক্ষার্থীরা তাদের বক্তব্য পেশ করা শেষ হলে সবাই প্রেসক্লাব ত্যাগ করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় । তারপর জেলা প্রশাসকের নিকট শিক্ষার্থীরা তাদের স্বারকলিপি অর্পনের মধ্য দিয়ে সেদিনের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘটে। - বান্দরবান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ