পশ্চিমবঙ্গের বারুইপুর ' দিশারীতে' ক্ষুদ্র খ্রীষ্টমণ্ডলীর  প্রশিক্ষণ শিবির

বারুইপুর দিশারীতে( বি ই সি) ক্ষুদ্র খ্রীষ্টমণ্ডলীর পরিচালকদের  প্রশিক্ষণ শিবির

গত ২৬ আগস্ট বারুইপুর দিশারীতে( বি সি) বেশিক  এক্লেশিয়া কমিটি তথা ক্ষুদ্র খ্রীষ্টমণ্ডলীর পরিচালকদের  নিয়ে একদিনের  প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

ধর্মপ্রদেশের  বিভিন্ন  ধর্ম পল্লী থেকে প্রায় ১৭০ জন সদস্য  এই প্রশিক্ষণে  অংশ  গ্রহণ করেছিল।

সকল প্রার্থী  হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে শোভাযাত্রা সহকারে হলে প্রবেশ করেন। ভক্তির  সঙ্গে প্রথাগত  আরতি বাইবেল প্রতিস্থাপন  হলে দিনের  মূল  অনুষ্ঠান পর্ব  শুরু হয়।

অধিবেশন পরিচালনা করেন  ফঃ তুষার অগস্টিন গোমেস ফঃ গৌতম নস্কর। 

সুসমাচারের  প্রকৃত অর্থ তাঁরা নিজেদের অন্তদৃষ্টি থেকে ব্যাখ্যা করেন।যাতে পুনরুত্থিত যীশুখ্রিষ্টের ভালবাসা মাহাত্ম্য  তারা উপলব্ধি করতে পারে।  গান,পাওয়ার পয়েন্ট  প্রেজেন্টেশন গ্রুপ ডিস্কাশনের মাধ্যমে তারা অধিবেশন কে আকর্ষণীয় করার চেষ্টা করেন।

অংশগ্রহণকারীদের  মধ্যে বিপুল উৎসাহ আগ্রহ প্রকাশ পায়।

জীবন বাণীর প্রকৃত সত্য  হল তাকে ধারণ করে সেই  মত জীবন যাপন। একে অপরের  সেবা করে ঈশ্বরের লোক  হয়ে ওঠা ।আর তার  জন্য  প্রয়োজন প্রতিটি পরিবার তথা খ্রীষ্টমণ্ডলীতে( বি সি ) ক্ষুদ্র খ্রীষ্টমণ্ডলীর গঠন। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags