লক্ষ্মীবাজার ধর্মপল্লীতে পবিত্র ক্রুশের বিজয় উৎসব ও ধর্মপল্লীর পর্ব দিবস উদযাপন
গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, পুরান ঢাকার লক্ষ্মীবাজারস্থ ঐতিহ্যবাহী পবিত্র ক্রুশ ধর্মপল্লীর পর্ব দিবস মহাসমারোহে পালন করা হয়।
এই পর্বের প্রস্তুতি সরূপ নয় দিন নভেনা প্রার্থনা ও আধ্যাত্নিক প্রস্তুতির পরে এই পর্ব দিবস উদযাপন করা হয়। এতে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত কয়েক জন ফাদার, ব্রাদার ও সিস্টারসহ প্রায় ৫০০ জনের মত খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলো।
পর্বের পবিত্র খ্রিষ্টযাগ উৎস্বর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ এবং সর্হোপিত করেন পবিত্র ক্রুশ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ডনেল ষ্টিফেন ক্রুশ এবং সহকারী পালক পুরোহিত ফাদার নিত্য এক্কা সিএসসি সহ আরো কয়েকজন ফাদার।
খ্রিষ্টযাগের উপদেশে উপদেশ বাণীতে আর্চবিশপ বলেন, “এই ক্রুশ হলো আমাদের জীবনে বিজয়ের চিহৃ সরুপ। যারা এই ক্রুশের উপর আস্থা ভরসা রাখে তারা কখনই বিপথগামী হতে পারেনা।”
“ক্রুশের প্রতীকের এক পাশ আমাদের আহ্বান করে মানুষকে আমাদের হৃদয়ে আলিঙ্গন করতে এবং অন্যপাশ আহ্বান করে অহংকার বর্জন করে বিনম্র মানুষ হতে। এই নম্রতার মধ্য দিয়ে আমরা যীশু হৃদয়ের কাছে পৌঁছাতে পারি এবং ভালোবাসার বন্ধনে পরস্পরকে একই সূতোয় বেধে রাখতে পারি। তাই এ ক্রুশ হলো জীবনদায়ী ক্রুশ”, বলেন আর্চবিশপ বিজয়।
খ্রিষ্টযাগের পরে আর্চবিশপ প্রার্থনা কার্ড আর্শীবাদ করেন এবং পালক পুরোহিত ডনেল ষ্টিফেন ক্রুশ, সিএসসি, ব্লকের সদস্য-সদস্যাদের সকল প্রকার সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ পর্বে অংশগ্রহণকারী মিসেস জুলিয়ানা তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজ আমাদের ধর্মপল্লীর পর্ব পালন করতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। এই পবিত্র ক্রুশের চিহৃ আমাদের জীবনে বিভিন্ন চ্যালেন্জের সময় শক্তি দান করে। তাই এই ক্রুশই হলো আমাদের চলার শক্তি আমাদের এানদায়ী মুক্তির দিশা।”
পর্বীয় খ্রিষ্টযাগের পরে প্রথমবারের মতো ভাটিকানের রাষ্ট্রদূত কেভিন রান্ডাল পবিত্র ক্রুশ র্গীজায় আগমন করেন । বিশপ ক্রাউলী ভবনে অতি আনন্দের সাথে আগত ফাদার, ব্রাদার, সিষ্টার ও খ্রিষ্টভক্তদের উপস্থিতিতে আর্চবিশপ কেভিন রান্ডালকে সংবর্ধনা দেওয়া হয়।
কেভিন রান্ডাল তার অনভূতি ব্যক্ত করে বলেন, “আজকের এই পবিত্র ক্রুশের বিজয় উৎসব পর্ব পালনের দিনে পবিত্র ক্রুশ ধর্মপল্লীতে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত।”
“ক্রুশের বিজয় মানে খ্রিস্টভক্ত হিসেবে আমাদের বিজয়। এই ক্রুশের দিকে তাকালে আমরা নিজেদের কৃত পাপের কথা ভুলে নতুন আনন্দে পথ চলার সাহস ও শক্তি পাই।”- আরভিএ সংবাদ