মৌলালি সাধ্বী তেরেসা গির্জার ভ্যালেঙ্কানি মা মারিয়ার  মহা পার্বন

কলকাতার সাধ্বী তেরেসা গির্জার ভেলেঙ্কানি মা মারিয়ার মহা পার্বন 

গত সেপ্টেম্বর ২০২৪ কলকাতার মৌলালি সাধ্বী তেরেসা গির্জার ভেলেঙ্কানি মা মারিয়ার মহা পার্বন   মহা সমারোহে অনুষ্ঠিত হল।   

নয় দিন ব্যাপী  ভক্তিসহকরে ভেলেঙ্কানি মারিয়ার নবাহ প্রার্থনা শেষে মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রবিবার বিকেলে পল্লীবাসী ফুল, ধূপ, মোমবাতি সহ ফলের ডালি হাতে নিয়ে বিপুল  উদ্দীপনায়  গির্জাঘরে উপস্থিত  হয়। আরোগ্যদায়িনী মায়ের চরণে নানা মানত প্রার্থনা নিবেদন  করতে।

জপমালা প্রার্থনা শেষে সন্ধ্যা টায় খ্রীষ্টযাগ শুরু হয়। ধর্ম পল্লীর বাইরে বহু অখ্রীষ্টান ভাই-বোন এই পার্বন অনুষ্ঠানে  যোগদান করেন। 

খ্রীষ্টযাগ উৎসর্গ করেন কলকাতা ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার ডমিনিক গোমেস সহযোগিতা করেন  ফঃ নবীন তাউরা।

উপদেশে ফঃ ডমিনিক শুরুতেই  দিনে  মা মারিয়ার  জন্ম দিনের কথা স্মরণ  করান।সকলকে তাঁর   আদর্শ গুণাবলী  জীবনে ধারণ করার জন্য অনুপ্রাণিত করেন ।সেইসঙ্গে জীবনের  সকল  সঙ্কটে মা মারিয়ার  মত ঈশ্বরের উপর বিশ্বাসে অনড় থাকতে বলেন  

'"ঈশ্বরের  উপর বিশ্বাস  রেখে অন্ধ দেখার বধির শোনার ,বোবা  বলার খঞ্জ চলার শক্তি পেয়েছিল, আমরাও  যদি বিশ্বাস  নিয়ে মা মারিয়ার  মধ্যস্থতায় আমাদের সকল মন- কামনা নিবেদন করি,ঈশ্বর নিশ্চয়ই আমাদের  সকল মঙ্গল  প্রার্থনা পূর্ণ  করবেন"।তিনি বলেন।

খ্রীষ্টপ্রসাদের পর সুন্দর  অনুষ্ঠানের জন্য সকল আয়োজক,বিশেষ  অতিথি ফঃ ডমিনিক, গানের দল নানান  ভাবে সহায়তা কারী ব্যক্তি উপস্থিত  ভক্তবৃন্দকে ,প্যারিশের  তরফ  থেকে আন্তরিক ধন্যবাদ জানান  হয়।

খ্রীষ্টযাগের  শেষে মায়ের কাছে নিবেদিত ফল,উৎসর্গকৃত তেল,ডালার খাদ্য সামগ্রী সকলের মধ্যে বিতরণ করা হয় ।এ যেন এক  মিলন মেলার  চিত্র  ফুটে ওঠে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags