গির্জা শুধু প্রার্থনার স্থান নয়, এটি এলাকার পবিত্রতা ও পরিচ্ছন্নতার প্রতীক। গির্জা এবং স্কুলের সামনে ডাস্টবিন স্থাপন করলে এটি ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও পরিবেশের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে হবে।
আজ আসুন আমরা শুনি সংবাদ। আমরা এবার শুনবো বিগত কয়েক দিন/সপ্তাহ কয়েকটি নির্বাচিত খবর যা রেডিও ভেরিতাস এশিয়ার – বাংলা এবং ইংরাজি বিভাগের Website এ স্থান করেছে।
গত ৪ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে, ক্ষুদ্র পুষ্প তেরেসা গির্জা (বাসন্তী), সিএনআই যাজক এবং সকল খ্রিস্টভক্তগণ একসঙ্গে মিলিত হয়ে মণিপুরের অমানবিক নির্যাতন বন্ধের দাবীতে শান্তি সমাবেশ করেন।