কলকাতা আর্চবিশপ হাউসে (SCI&M)-এর' চায়ে পে চর্চা' অনুষ্ঠিত হল
গত ২৫ মে২০২৪,কলকাতা আর্চ ডায়সেশন 'সোশ্যাল কমিউনিকেশন ইনফরমেশন এন্ড মিডিয়া' কমিশন কলকাতা ধর্মপ্রদেশের অন্যান্য সমাজিক গণমাধ্যম গুলির প্রতিনিধিদের চায়ের বৈঠকে নিমন্ত্রণ জানিয়েছিল।
বিকাল ৪টে বিশপ হাউসের কনফারেন্স হলে ঐ বৈঠক আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় বিশপ থমাস ডি'সুজা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস আল্থিয়া ফিলিপস্ , সাংবাদিক টাইমস্ অফ ইন্ডিয়া,মিস কারো কুমার এ.বি.পি., মিস রুথ অল ইন্ডিয়া রেডিও,ফঃ পি.জে. যোসেফ পরিচালক চিত্রবানী, চন্দনা রোজারিও প্রতিনিধি রেডিও ভেরিতাস এসিয়া (বাংলা), মিঃ আইস্যাক হেরল্ড গোমেস ম্যাটার্স ইন্ডিয়া, মিস মিনি যোসেফ প্রাক্তন প্রাদেশিক সোস্যাল কমিউনিকেশন সচিব,
ফঃ ডমিনিক গোমেস কলকাতা মহা ধর্মপ্রদেশের PRO, অর্থাৎ জন সংযোগকারী প্রধান ব্যক্তিত্ব,ও পল্লীর সামাজিক মাধ্যমের প্রতিনিধি বর্গ শ্রীমান মোহিত প্রধান ,ক্রাইষ্ট দ্য কিং পার্ক সার্কাস, শ্রীমান শুভদীপ বিশ্বাস মাদার তেরেসা চার্চ , দমদম, মিস শ্রুতি গোমেস ইম্যাকুলেট কনসেপশন ,শ্রীরামপুর ,শ্রীমান ফ্রান্সিস ও রোমিও সাধ্বী তেরেসা গির্জা এণ্টালি ।
এছাড়া উপস্থিত ছিলেন মিস ক্রিস্টিন ক্রেমার ও মিস ধনলক্ষ্মী কালীরাম আর্চ ডায়সেশন সোস্যাল কমিউনিকেশন কমিশনের সদস্যা, মিঃ কলিন কলকাতা অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধি।
অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল। 'বৈঠকী মেজাজে ধর্মপল্লীর সামাজিক মাধ্যম গুলির অবস্থা নির্ণয়"।
প্রথমে আমন্ত্রিত ব্যক্তিরা একে একে নিজের পরিচয় দেন।নিজের কর্মক্ষেত্র সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণী দেন।চা পানের মাঝে হাল্কা আলাপ চারিতার মধ্যে ধর্ম পল্লীগুলির মিডিয়া সেলকে কিভাবে সক্রিয় করে তোলা যায়,তরুন দের বেশী করে যুক্ত করা যায় তাই নিয়ে মত বিনিময় করেন।
মিস রুথ বলেন,'প্যারিশের কোন বড় ইভেণ্টে আমি যোগ দিয়েছিলাম। সেখান থেকে অল ইন্ডিয়া রেডিও তে ডাক পাই। না হলে আজ কোথায় থাকতাম জানি না"।
প্যারিশের ইভেন্ট গুলো যোগাযোগের একটা সুযোগ, এটা আমাদের বোঝাতে হবে যুবাদের। তিনি বলেন। মিনি যোসেফ বলেন,'রিপোর্ট বা জার্নাল লেখার প্রশিক্ষণের প্রয়োজন"।
অন্যান্য রাও সহমত প্রকাশ করেন। তবে তরুন দের অনুপ্রানিত করার জন্য পাল পুরোহিতদের সহযোগিতা দরকার।
বিশপ মহোদয় বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। শেষে আর্চ ডায়সেশন গণমাধ্যমের মিঃ ফ্যারেল শা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেণ্টেশনের মাধ্যমে ডিজিটাল মিডিয়া কার্যক্রম প্রয়োজনীয়তাকে তুলে ধরেন।
শেষে প্রার্থনা ও ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানর সমাপ্তি হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।