সাধু পিতরের ধর্মপল্লীতে মা মারীয়ার সাক্ষাৎকার পর্ব উদযাপন
গত ৩১ মে ২০২৪ খ্রিস্টাব্দ, মা মারীয়ার সাক্ষাৎকার পর্ব উপলক্ষে মুশরইল সাধু পিতরের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বিশেষ রোজারিমালা প্রার্থনা ও পবিএ খ্রিষ্টযাগ।
এতে ধর্মপল্লীর ফাদার, সিস্টার ও সেমিনারিয়ান সহ প্রায় ২০০ জন খ্রিষ্টভক্ত অংশগ্রহণ করেন। এদিন বিকালে মা মারীয়ার মূর্তি সহযোগে আলোক শোভাযাত্রা ও রোজারিমালা প্রার্থনা করা হয়।
মা মারীয়ার সাক্ষাৎকার পর্ব উপলক্ষে পবিএ খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার সুনীল দানিয়েল রোজারিও এবং তাকে সহায়তা করেন পালপুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ।
খ্রিস্টযাগের উপদেশ বানীতে ফাদার সুনীল দানিয়েল রোজারিও বলেন, “বছরে ১২ মাসের মধে পূর্নাঙ্গ একটি মাস মা মারীয়ার উদ্দেশ্য নিবেদন করা হয়। আর একটি মাস আমরা প্রার্থনা করেছি প্রতিটি পরিবার ও পাড়ায়। মা মারীয়াকে বিভিন্ন নামে সম্মোধন করা হয় যেমন: ঈশ্বরজননী, মানবতার মা, পরিবারের রানী ইত্যাদি।”
“মন্ডলীতে মা মারীয়ার প্রতি ভক্তি-শ্রদ্ধা প্রদর্শনের ঐতিহ্য অনেক পুরানো ও সমৃদ্ধ। প্রাচীনকালে গ্রীকরা বসন্তকালে পোড়া দেবীর প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করত। পরে খ্রিস্টান ধর্মের নেতারা পোড়া দেবীর পরিবর্তে মা মারীয়াকে স্থাপন করে ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করতে শুরু করে”, বলেন ফাদার রোজারিও।
ফাদার আরো বলেন, “মা মারীয়ার অনেক গুনাবলীর মধ্যে তিনটি অন্যতম গুন হলো নম্রতা, বাধ্যতা ও অনড় বিশ্বাস। আজ আমরা একইসাথে পালন করছি সাক্ষাৎকার পর্ব। আর সাক্ষাৎকার পর্বটি গণমাধ্যম কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সাক্ষাৎকার পর্বের মূল শিক্ষাই হলো শুভ সংবাদ প্রচার করা।”
জপমালা হল একটা সিঁড়ির মত সেখানে মা মারীয়া আমাদের ধীরে ধীরে যীশুর একেবারে বুকের কাছে নিয়ে যায়, যেন যীশুর স্পর্শ ও ভালবাসার উষ্ণতায় আমরা এক নতুন সৃষ্টি হয়ে উঠি।
খ্রিষ্টযাগের শেষে পালপুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ বলেন, “আজ মা মারীয়ার মাসের সমাপনী ও সাক্ষাৎকার পর্ব উপলক্ষে খ্রিষ্টযাগ ও উপদেশ বানীর জন্য ফাদার সুনীল দানিয়েলকে ধন্যবাদ জানাই একই সাথে আপনারা যারা এ বিশেষ খ্রিষ্টযাগে অংশ নিয়েছেন এবং গ্রামে প্রার্থনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। শুধু মে মাসে নয়, আসুন প্রতিদিন পরিবারে রোজারিমালা প্রার্থনা করি।
পরিশেষে প্রতিটি পরিবার থেকে আনা মূর্তি ও বিস্কুট আশীর্বাদ ও বিতরণ করার মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। - ডানিয়েল লর্ড রোজারিও