মুশরইল সাধু পিতরের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ধর্মপল্লীর পালকীয় সন্মেলন
গত ১৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত মুশরইল সাধু পিতরের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ধর্মপল্লীর পালকীয় সন্মেলন।
এই পালকীয় সন্মেলনের মূলসুর ছিল, “মিলন সাধনা: অন্তর্ভুক্তি ও সংহতি”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৪০জন খ্রিস্টভক্তগন উপস্থিত ছিলেন।
উক্ত সন্মেলনে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, ফাদার দানিয়েল রোজারিও ও ফাদার অনিল মারান্ডী।
মূলসুরের উপর আলোচনা করেন ফাদার দানিয়েল রোজারিও। তিনি তার বক্তব্যে বলেন, “মিলনধর্মী মণ্ডলী ভক্তদের মধ্যে গড়ে তোলে মিলন; অংশগ্রহণ ও প্রেরণ দায়িত্বের মধ্য দিয়ে একত্রে পথ চলার অঙ্গীকার।”
“মণ্ডলী হবে অন্তর্ভুক্তিমূলক যেখানে সকলেরই স্থান রয়েছে। মণ্ডলীর প্রাণ হলো পবিত্র আত্মা। সংলাপ চর্চা ভালোবাসা প্রকাশেরই একটি মাধ্যম। প্রতিটি গ্রামে, এলাকায় সংলাপের মাধ্যমে ভালবাসা, ধ্যানধারণা আদান-প্রদান করতে হবে:, বলেন ফাদার রোজারিও।
ধর্মপল্লীর বিভিন্ন বাস্তবতা তুলে ধরে পাল-পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ তার বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আমাদের একসাথে পথ চলতে হবে”।
অর্ধদিবসব্যাপী এই পালকীয় সন্মেলনের মধ্যে ছিল, দলীয় আলোচনা, রিপোর্ট পেশ ও আগামী এক বছরের জন্য বিভিন্ন কর্মসূচির প্রস্তাব গ্রহণ। - ডানিয়েল লর্ড রোজারিও