মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো জপমালা রাণী মারীয়ার মাসে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান
 
  গত ২৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো জপমালা রাণী মারীয়ার মাসে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান।
এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে খ্রিষ্টভক্তগণ কুমারী মারীয়া প্রতিকৃতিসহ রোজারিমালা সহযোগে ধর্মপল্লী প্রাঙ্গনে উপস্থিত হন। এরপর মা- মারীয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ রোজারিমালা প্রার্থনা ও খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।
এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে ধর্মপল্লীর ফাদার- সিস্টার, সেমিনারিয়ানগণ ও খ্রিষ্টভক্তসহ প্রায় ৪৭৮ জন উপস্থিত ছিলেন। মা মারীয়ার স্মরণে অনুষ্ঠিত বিশেষ খ্রিস্টযাগে প্রধান পৌরোহিত্য করেন সাধু পিতর সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশনেন ধর্মপল্লীর পালপুরোহিত ও আধ্যাত্মিক পরিচালক।
ফাদার বিশ্বনাথ মারান্ডী তার উপদেশ বাণীতে বলেন, “মা- মারীয়া আমাদের জীবনে চলার পাথেয়। আমরা মা মারীয়ার সাথে প্রার্থনায় একাত্মতা প্রকাশ করি। আর পবিত্র আত্মা আমাদের প্রার্থনা করতে শেখান। পবিত্র আত্মার অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমরা নবজীবনের পথে ধাবিত হতে পারি।”
“আমাদের ধর্মপল্লীর যুবক- যুবতীদের নিয়ে পরিবারে প্রার্থনার পরিবেশ তৈরি করা যেন প্রার্থনাপূর্ণ পরিবেশে আমাদের ছেলেমেয়েরা বসবাস করতে পারে। আমি বিশ্বাস নিয়ে বলতে পারি প্রার্থনা আমাদের জীবন পরিবর্তন করতে পারে,” বলেন ফাদার মারান্ডী।
পরিশেষে পালপুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ মাসব্যাপী রোজারিমালা ও সমাপনী অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং সকল পরিবারের মা- মারীয়ার প্রতিকৃতি আশীর্বাদ করেন। - ডানিয়েল লর্ড রোজারিও
 
             
     
 
   
   
   
   
  