রাজশাহী ধর্মপ্রদেশের সাধু পিতরের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস
গত ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অর্ন্তগত মুশরই সাধু পিতরের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।
দিনব্যাপি এই পবিত্র শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিল, “এই শিশুদের মতো যারা, ঐশ্বরাজ্য যে তাদেরই”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১৫০ জন শিশুরা উপস্থিত ছিলো।
পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে এ পবিত্র শিশুমঙ্গল দিবসের অনুষ্ঠান শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার লিটন ডমিনিক কস্তা এবং সহার্পিত যাজক ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ।
পবিত্র খ্রিস্টযাগের উপদেশে ফাদার বলেন, “যিশু, শিশুদের ভালোবাসতেন। তাই তিনি শিষ্যদের বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও। ঠিক তেমনি ভাবে মণ্ডলি তথা আমরা প্রত্যেকে তোমাদের ভালোবাসি। আমরা চাই যিশুর শিক্ষায় বড় হয়ে তোমরাও যেন সহযাত্রী মণ্ডলিতে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ দায়িত্ব পালন করতে পার আর বিশ্বাসী ও ভালো মানুষ হতে পারো।”
এ অনুষ্ঠানের শুরুতেই ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ মূলসুরের উপর সহভাগিতা করে বলেন, “তোমরা (শিশুরা) সর্বদায় যিশুর প্রতি বাধ্য থাকবে, প্রার্থনা করবে, পিতামাতার কথা শুনবে আর বড়দের বাধ্য থাকবে।”
পবিত্র শিশুমঙ্গল দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রশান্ত বিশ্বাস বলেন, “অনেক প্রস্তুতি নিয়ে আজ আমরা পালন করেছি পবিত্র শিশুমঙ্গল দিবস তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। একই সাথে আমার আহ্বান, আমরা যেন শিশুদের প্রতি আরও বেশি যত্নবান ও দায়িত্বশীল হই।”
৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত অংশগ্রহণকারী ঝর্ণা বিশ্বাস বলেন, “এই শিশুমঙ্গল দিবসে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। অন্যদের মত আমিও প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছি। প্রত্যাশা রাখি ভবিষ্যতেও যেন এরকম আরোও অনুষ্ঠান করা হয়।”
সারাদিন ব্যাপি এই অনুষ্ঠানের মধ্যে ছিল, পবিত্র খ্রিস্টযাগ, আনন্দ র্যালী, উদ্বোধনী নৃত্য, প্রদীপ প্রজ্জলন, পবিত্র বাইবেল ভিত্তিক কুইজ প্রতিযোগীতা ও খেলাধুলা এবং শেষে পুরস্কার বিতরণ।
দিন ব্যাপি এই আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণকারীসহ আরো উপস্থিত ছিলেন ফাদার, সিস্টার, সেমিনারীয়ান, শিক্ষক ও সেচ্ছাসেবকগণ। - ফাদার অনিল মারাণ্ডী