নবাই বটতলা ধর্মপল্লীতে উদযাপিত হল ধন্যা কুমারী মারীয়ার সাক্ষাৎকার পর্ব

নবাই বটতলা ধর্মপল্লীতে উদযাপিত হল ধন্যা কুমারী মারীয়ার সাক্ষাৎকার পর্ব

গত ৩১ মে ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে উদযাপিত হল ধন্যা কুমারী মারীয়ার সাক্ষাৎকার পর্ব।

এই সাক্ষাৎকার পর্বের মূলসুর ছিল, “প্রাণ আমার পরমেশ্বরের মহিমা গায়”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ২৩০ জন মারীয়া সংঘের সদস্য-সদস্যাসহ মায়েরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানসূচীতে ছিল পবিত্র খ্রীষ্টযাগ, মূলভাবের উপর সহভাগিতা, মা মারীয়ার প্রতি ভক্তি বৃদ্ধিকরণে উপায় বিষয়ক সহভাগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মা মারীয়া মূর্তি নিয়ে শোভাযাত্রা।

পবিত্র খ্রীষ্টযাগে প্রধান পৌরহিত্য করেন ধর্মপল্লীর ফাদার স্বপন পিউরীফিকেশন। তিনি তার সহভাগিতায় বলেন, “গোটা মে মাসব্যাপী আমরা রোজারিমালা প্রার্থনার মাধ্যমে মায়ের মধ্যস্থতায় ঈশ্বরের প্রতি হৃদয়ের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি।”

রোজারিমালা প্রার্থনা জপ করতে করতে আমরা চেষ্ঠা করি হারিয়ে যেতে সংসারের মোহ-মায়া হতে। যখনই হতশা-নিরাশা আমাদের জীবনকে আছন্ন করে তখনই রোজারিমালা প্রার্থনাসহ মায়ের নিকট নতজানু হওয়া সবকিছুকে নিমিসেই বিলীন করে দেয়”, বলেন ফাদার স্বপন।

ফাদার যোয়াকিম হেম্ব্রম রোজারি মিনিস্টির উপর সহভাগিতা করেন। তিনি রোজারিমালা প্রার্থনার বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে বলেন, “অলৌকিক কর্মসাধক পাদুয়ার সাধু আন্তনী’র জীবনী হতে জানা যায় জপমালা র্প্রাথনা মাধ্যমে তিনি কুমারী মারীয়ার প্রতি  তার অগাধ ভক্তি দেখিয়েছেন এবং খ্রীষ্টযীশুর সান্নিধ্য লাভ করেছিলেন।”

ধর্মপল্লীর মা’দের নিয়ে পালন করা হলো ধন্যা কুমারী মারীয়ার সাক্ষাৎকার পর্ব

মণ্ডলীর ইতিহাস পর্যালোচনা করলেও দেখা যায় আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত জপমালা প্রার্থনার শক্তিও ফলপ্রসূতা বিশ্বাসীদের জীবনে কতই না বিস্ময়কর।বিভিন্ন গুনী ব্যক্তিদের জীবন অভিজ্ঞতা এবং তাদের সাক্ষ্য আমাদেরকে জপমালা প্রার্থনার প্রতি আকর্ষন করে”, বলেন ফাদার হেম্ব্রম।

সাধু পোপ ২য় জন পল দুটি উদ্দ্যেশের জন্য জপমালা প্রার্থনা আবৃতি করতে বলেছেন। প্রথমটি বিশ্ব শান্তির জন্য, দ্বিতীয়টি পরিবারের কল্যানের জন্য বিশ্বের এবং আমাদের দেশেরও বর্তমান অত্যন্ত সংকটময় মুহুর্তে ঈশ্বরের সাহায্য ছাড়া স্থায়ী শান্তি  আশা করা যায় না। জপমালা বা রোজারী মালা হল শান্তির জন্য একটি উপযুক্ত ও ফলপ্রদ প্রার্থনা।

ফাদার আরতুরো স্পেজিয়ালে, পিমের সহভাগিতা মা মারীয়ার প্রতি ভক্তির কয়েকটি দিক উঠে আসে। সাধু-সাধ্বীদের জীবনে মা মারীয়ার প্রতি বিশেষ ভক্তি ছিল এবং অনেকেই ঘন্টার পর ঘন্টা রোজারিমালা জপ করতে করতে অনেক আশ^র্য কাজ সমাধা করতে পেরেছেন।

অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন মা রোজারিমালা প্রার্থনার মধ্যদিয়ে যে কৃপা লাভ করেছেন তা সহভাগিতা করেন। পরিশেষে পালক পুরোহিতের সমাপন প্রার্থনাসহ আশীর্বাদ দানের মাধ্যমে এই পর্বের সমাপ্ত করা হয়। - ফাদার স্বপন পিউরীফিকেশন