উপাসনা হলো মণ্ডলীর পবিত্র রহস্য, একক ও দলীয় অর্থাৎ ঐশ জনগণের প্রার্থনা সভায় সক্রিয় অংশগ্রহণ হলো সত্য খ্রীষ্টিয় আত্মার সর্বোত্তম ও অপরিহার্য করুণা ধারা।
কোন কাজই স্বার্থকতা পাবে না যদি না ঈশ্বর আমার সাথে সমর্থন না দেন। আমাদের জীবন ও কাজে ঈশ্বরের ইচ্ছা মেনে চললে আমরা ঈশ্বরের কাছের মানুষ হয়ে উঠি। অন্তর্ভুক্তি ও সংহতি ছাড়া প্রেমপূর্ণ মিলন সমাজ গড়া সম্ভব নয়।
সাধু পোপ ২য় জন পল দুটি উদ্দ্যেশের জন্য জপমালা প্রার্থনা আবৃতি করতে বলেছেন। প্রথমটি বিশ্ব শান্তির জন্য, দ্বিতীয়টি পরিবারের কল্যানের জন্য বিশ্বের এবং আমাদের দেশেরও বর্তমান অত্যন্ত সংকটময় মুহুর্তে ঈশ্বরের সাহায্য ছাড়া স্থায়ী শান্তি আশা করা যায় না। জপমালা বা রোজারী মালা হল শান্তির জন্য একটি উপযুক্ত ও ফলপ্রদ প্রার্থনা।
সঞ্চয়ী মনোভাব আমাদের উন্নত জীবন দান করে, সুখী জীবন গড়তে চাইলে সঞ্চয়ী হওয়া ছাড়া আর কোন পথ নেই, আগামী দিনের স্বপ্ন পূরণে ও সুখী জীবন গঠনে সঞ্চয়ের কোন বিকল্প নেই।
যীশু আমাদের প্রত্যেকে আহ্বান করেন মাতৃগর্ভ থেকেই (প্রবক্তা জেরেমিয়ার ভাষায় মাতৃ গর্ভ থেকে আমি তোমাকে মনোনীত করেছি) । আহ্বান হলো ডাক। যীশু তোমাকে ডাকেন তার সাাথে চলতে ও থাকতে, বাণী প্রচার করতে। আমরা কি যীশুর ডাক শুনতে পাই?
শিশুদের প্রার্থনা শিখাতে হবে, খ্রিস্টযাগের উত্তরসহ গান শিখাতে হবে, যিশু ভালবাসেন শিশু দিকটি উপলদ্ধি করাতে হবে শিশুদের, যিশু যে শিশুদের আশির্বাদ করেন সর্বদা তা তাদের বুঝাতে হবে ও শিশুরা শিশুদের সাহায্য করে এই চেতনায় জাগ্রত করতে হবে।