নবাই বটতলা ধর্মপল্লীতে সাধু ভিনসেন্ট ডি’ পলের পর্ব উদযাপন
গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো সাধু ভিনসেন্ট ডি’ পলের পর্ব।
এবারের পর্বের মূলসুর ছিল “সেবা কর দু:খী জনে, সেবা কর আর্তজনে”। এতে সোসাইটিজের সদস্য-সদস্যা, প্রবীন ব্যক্তিবর্গ, অসুস্থ্য অবস্থায় পড়ে থাকা ব্যক্তিসহ ধর্মপল্লীর খ্রিস্টভক্ত মিলে ৩৫০ জন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই পর্বের অনুষ্ঠানসূচীতে ছিলো শোভাযাত্রসহ পবিত্র খ্রিস্টযাগ। যাতে প্রধান পৌরহিত্য করেন নবাই বটতলার ধর্মপল্লীর পালক-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন।
ফাদার স্বপন তাঁর উপদেশে বাণীতে কয়েকটি দিক তুলে ধরে বলেন, “সাধু ভিনসেন্ট ডি’ পল ছিলেন দীন-দু:খীদের পিতা-বন্ধু, ভাল গায়ক, প্রার্থনাশীল মানুষ, মণ্ডলীকে নিয়ে সুদূঢ় প্রসারী ভাবনার মানুষ, বৃদ্ধ-বৃদ্ধাদের-অসুস্থ-অভাবগ্রস্থ-রুগ্র পীড়িত মানুষের সেবক ও সুযোগ্য বাণী প্রচারক।”
খ্রিস্টযাগের মধ্য সকল বয়স্ক-অসুস্থ্য ও প্রতিবন্দীদের রোগী লেপন সংস্কার প্রদান করা হয়। খ্রিস্টযাগের পরপরই সহভাগিতা করেন উক্ত সোসাইটির সভাপতি মি: কার্লুশ মারাণ্ডী।
তিনি বলেন, “সবাইকে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে এই সোসাইটিকে আরও যুগোপযোগী করে তুলতে হবে। গির্জা-প্রার্থনায় সবাই নিয়মিত ও আগ্রহী হয়ে উঠতে হবে।”
সোসাইটির সেক্রেটারী মিসেস কস্তানতিনা হাঁসদা বলেন, “আমরা যেন পর্বের সাধু ভিনসেন্ট ডি’ পল সোসাইটিজের সদস্য-সদস্যা না হই বরং সাধু ভিনসেন্টের জীবনার্দশ অনুসরণ ও অনুকরণ করি এবং দরিদ্র-অসহায়-অবহেলিদের পাশে সাহায্যের হাত প্রসারিত করি।”
পরে কয়েক জন অসুস্থ ভ্রাতা-ভগিনীকে শাড়ি ও লুঙ্গি ভালবাসার দান হিসাবে উপহার প্রদান করা হয়। পরিশেষে সবাইকে ফুলেল শুভেচ্ছাসহ আশীর্বাদ ও পাল-পুরোহিতের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে পর্ব উদযাপনের পরিসমাপ্তি ঘটে। - ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন