নবাই বটতলা সেন্ট যোসেফস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সেমিনার

গত ১৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত নবাই বটতলা সেন্ট যোসেফস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সেমিনার।
উক্ত এই সেমিনারে মোট ৮৫জন অভিভাবক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাদার লিংকন কস্তা এবং সভাপতির আসন অলংকৃত করেন ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন।
অনুষ্ঠানের শুরুতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার কল্যাণী পালমা এস.সি. শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অতঃপর শিক্ষক মণ্ডলীর পক্ষে বক্তব্য প্রদান করেন মিসেস স্কলাস্ট্কিা হাঁসদা।
এছাড়াও অভিভাবকদের পক্ষে মতামত ও বক্তব্য প্রদান করেন মি: নির্মল মারাণ্ডী, মি: জুয়েল মারাণ্ডী, মিসেস সালোমী বাস্কে এবং মিসেস মনিকা কিস্কু।
প্রাধান অতিথি ফাদার লিংকল কস্তা বলেন, “প্রতিটি অভিভাবকের দায়িত্ব তাদের সন্তানদের জন্য পরিবারে পড়াশুনোর উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং সন্তানদের মানসিকভাবে প্রস্তুত করে স্কুলে প্রেরণ করেন যেন সকল ছাত্র-ছাত্রী মনোযোগ সহকারে শ্রেণিকক্ষে যোগদান করতে পারেন।”
সভাপতির বক্তব্যে ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন বলেন, “প্রতিটি মিশনারী শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বরং শিক্ষার্থীদের সার্বিক মানসিক, নৈতিক ও আত্মিক বিকাশের জন্য নানা ধরণের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে।”
“এসব কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীকে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে,” বলেন ফাদর পিউরীফিকেশন।-পিনোস মারাণ্ডী