নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুবাদের জন্য আগমনকালীন নির্জনধ্যান সভা

নবাই বটতলা রক্ষাকারিণী মা-মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুবাদের জন্য আগমনকালীন নির্জনধ্যান সভা

গত ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের যুব কমিশনের সহযোগিতায় নবাই বটতলা রক্ষাকারিণী মা-মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুবাদের জন্য আগমনকালীন নির্জনধ্যান সভা।

এই নির্জনধ্যান সভার মূলসুর ছিল, “যীশুর প্রতীক্ষায়: আলোর পথে যাত্রা এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১২০জন যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।

এই আগমনকালীন নির্জন ধ্যান সভায় সহভাগিতা করেন ফাদার শেখর ফ্রান্সিস কস্তা। তিনি তার সহভাগিতায় বলেন, “যীশুর আগমনের মধ্য দিয়ে আমরা অন্ধকার থেকে বের হয়ে আলোতে ফিরে আসার আহ্বান পাই। অন্ধকারে বাস করা মানে হলো পাপের মধ্যে থাকা।

পাপের মধ্যে থাকা বলতে বোঝায়, যেমন চুরি করা, মিথ্যা কথা বলা, রাগ পোষণ করা, প্রতিশোধপরায়ণতা অন্যের ক্ষতি করার চিন্তা করা এই সকল কাজে লিপ্ত থেকে আমরা অন্ধকারে পথ চলি। এভাবে আমরা ধীরে ধীরে যীশুর কাছ থেকে দূরে সরে যাই,” বলেন ফাদার কস্তা।

তিনি আরও বলেন, “পাপ-স্বীকার করার মাধ্যমে আমরা পুনরায় যীশুর কাছে ফিরে আসি এবং আামাদের জীবন আলোকিত হয়ে ওঠে।

নির্জনধ্যান হলো একান্তে ধ্যান করা, যা মূলত আধ্যাত্মিক অনুশীলন, যেখানে ব্যক্তি নীরবতা প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার চেষ্টা করেন, আত্ম-প্রতিফলন করেন এবং ঈশ্বরের কৃপা বা অনুগ্রহের জন্য প্রস্তুত হন।

নির্জনধ্যানের উদ্দেশ্য হলো ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন, আত্মিক নবায়ন এবং আধ্যাত্মিক প্রস্তুতি।

এই অর্ধবেলা আগমনকালীন নির্জনধ্যানের মধ্যে ছিল পুনর্মিলন সংস্কার পবিত্র খ্রিস্টযাগ।- সুশীল টুডু