নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল আহ্বান উৎসব
গত মে ৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল আহ্বান উৎসব।
এই আহ্বান উৎসবের মূলসুর ছিল, “যীশুর আহ্বান: তুমি আমার সঙ্গে চল”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম হতে আগত ৬ষ্ঠ শ্রেণী হতে কলেজ ও বিশ^বিদ্যালয়ের পড়ুয়া যুবক-যুবতীদের নিয়ে দিনব্যাপী এই আহ্বান উৎসবের আয়োজন করা হয়। এতে প্রায় ২৩৫ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই অনুষ্ঠান সূচীতে ছিল, যীশু ডাকেন তোমায় প্রবেশ গীতিতে নৃত্যের তালে তালে শোভাযাত্রসহ পবিত্র খ্রিস্টযাগ, মূলভাবের উপর ফাদার উজ্জ্বল রিবেরু’র সহভাগিতা, সিস্টার কল্যাণী পালমা, এসসির জীবন আহ্বান সহভাগিতা ও ধর্মপল্লীর সহকারী পালক ফাদার আরতুরো, পিমের জীবন আহ্বান সহভাগিতা এবং আহ্বান ভিক্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন নবাই বটতলার ধর্মপল্লীর পালক-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন। তিনি উপদেশে কয়েকটি দিক তুলে ধরেন যেমন; যীশুর আহ্বান হলো জীবন দেয়া পরসেবায়, যীশু সর্বদা তাঁর সঙ্গে চলার জন্য আহ্বান করেন। পুরাতন নিয়মে, মা মারীয়াকে আহ্বান করেন তার পুত্রের মা হবার জন্য। সামুয়েলকে ডাকেন তাঁর কাজের জন্য। ঈশ্বর প্রবক্তা জেরেমিয়াকে আহ্বান করেন তাঁর বাণীর দূত হওয়ার জন্য।
এছাড়াও তিনি আরো বলেন, ঈশ্বর তার কাজের জন্য দায়ুদকে আহ্বান করেন ইস্রায়েল জাতিকে সত্য ঈশ^রের পথে চালিত করার জন্য। নতুন নিয়মে, যীশু পিতর ও তার ভাই আন্দ্রিয়কে আহ্বান করেন তাঁর সঙ্গে চলার জন্য এবং মানুষ ধরার জেলে হওয়ার জন্য। করগ্রাহক মথিকে আহ্বান করেন জাগতিকতার আবরণ ছিড়ে ঐশরাজ্যের আরবণ পরিধান করে যীশুর বাণী প্রচারের।
অন্যদিকে পুনরুত্থিত যীশু সৌলকে আহ্বান করেন তাঁর পুনরুত্থানের আলো সর্বত্র ছড়িয়ে দিতে। যীশু তোমাদের মতো যুবক-যুবতীদের আহ্বান করেন তাঁর সঙ্গে চলার এবং বিশেষ চ্যালেঞ্জ দেন তাঁকে অনুসরণ করার জন্য। তোমাদের জীবনের চ্যালেঞ্জসমূহ হল; ১। বস্তুবাদী মনোভাব পরিত্যাগ ও দীন-দরিদ্র জীবন-যাপনের মনোভাব গড়ে তোলার। ২। স্বার্থপর মনোভাব ত্যাগ ও সহভাগিতার মনোভাব গড়ার। ৩। ভোগের তৃষ্ণা পরিহার ও ত্যাগের মনোভাব বাড়ানো। ৪। প্রার্থনায় মনোনিবেশ বাড়ানোর ও প্রার্থনায় উদাসীনতা পরিহার এবং ৫। সেবা কাজে অংশগ্রহণ ভাল লাগে না-কী ও অলসতায় বসে থাকতে ভাল লাগে?
মূলসুরের উপর সহভাগিতায় ফাদার উজ্জ্বল বলেন, “যীশু আমাদের প্রত্যেকে আহ্বান করেন মাতৃগর্ভ থেকেই (প্রবক্তা জেরেমিয়ার ভাষায় মাতৃ গর্ভ থেকে আমি তোমাকে মনোনীত করেছি) । আহ্বান হলো ডাক। যীশু তোমাকে ডাকেন তার সাাথে চলতে ও থাকতে, বাণী প্রচার করতে। আমরা কি যীশুর ডাক শুনতে পাই? তাঁকে ভালবাসি? তাঁর সাথে চলতে চাই? যীশুর আহ্বান হচ্ছে ভালোবাসার আহ্বান”।
“যীশু বলছেন, আমি আছি, তুমি শুধু হ্যাঁ বলো। মন রেখো: যীশু তোমাকে ভালোবাসেন। তাই: যীশুকে তোমারও ভালোবাসা উচিত”, বলেন ফাদার উজ্জ্বল।
সিস্টার কল্যাণী জীবন আহ্বান সহভাগিতায় তুলে ধরেন প্রবক্তা সামুয়েলের আহ্বানের ঘটনা। আমাদের যীশুর আহ্বান বুঝার জন্য একজন মধ্যস্থতাকারী দরকার যেমন প্রবক্তা সামুয়েলকে ঈশ^র আহ্বান বুঝতে প্রবক্তা এলিয় সহায়ক ভূমিকা পালন করেছেন। যীশুর দিকে স্থির দৃষ্টিমেলে যদি তাকানো যায় তবেই অবশ্যই যীশুর সঙ্গে আমরা চলতে পারি।
তিনি বলেন, যীশু সর্বদাই দু’হাত তুলে আমাদের ডাকেন তাঁর সঙ্গে চলতে। আমি কী করবো তাঁর সঙ্গে চলবো না-কী তাঁকে রেখে শয়তানের পথে হাঁটবো। তিনি ভিডিও চিত্রের মাধ্যমে সিস্টার অব চ্যারিটির সম্প্রদায়ের ক্যারিজম তুলে ধরেন।
ফাদার আরতুরো, পিমে জীবন আহ্বান সহভাগিতা করতে গিয়ে তার জীবনে বিভিন্ন সাধু-সাধ্বীদের জীবনীর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন যীশুর আহ্বান বুঝতে হলে সাধু-সাধ্বী জীবনী পাঠ করতে হবে, ধ্যান করতে হবে এবং সে অনুযায়ী পথ চলতে হবে।
ফাদার আরও বলেন, “নিয়মিত গির্জায় আসতে হবে, প্রার্থনা করতে হবে এবং ভাল করে লেখা-পড়া করতে হবে”।
পরিশেষে পাল-পুরোহিতের সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে এই আহ্বান উৎসবের সমাপ্তি ঘোষনা করেন। - ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন।