রাজশাহী ধর্মপ্রদেশের অধিনে নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল বাইবেল সেমিনার
গত ২৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অধিনে নবাই বটতলা ধর্মপল্লী ও বাংলাদেশ বাইবেল সোসাইটির যৌথ উদ্যোগে ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল বাইবেল সেমিনার।
এই সেমিনারের মূলসুর ছিল, “এসো বাইবেলের আলোতে জীবন গড়ি”। এতে ধর্মপল্লীর ফাদার-সিস্টার, গির্জামাস্টার-দিদিমণি, স্কুল শিক্ষক, গ্রাম/ব্লক প্রধান, বিভিন্ন সংঘ-সমিতিতে নেতৃত্বদানকারী মিলে ৭৫ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সূচীতে ছিল বাইবেলভিক্তিক প্রার্থনা সভা, বাইবেল ভিক্তিক উদ্বোধনী নৃত্যসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা, পালক পুরোহিতের শুভেচ্ছা বক্তব্য। ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার স্বপন পিউরীফিকেশন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “বাইবেল বিহীন খ্রিস্টিয় জীবন মৃত। বাইবেল প্রতিটি পরিবারে রাখতে হবে, পাঠ করতে হবে এবং এর শিক্ষার আলোতে পথ চলতে হবে।”
ফাদার আরো বলেন, “যেই পরিবারে বাইবেল নেই, সেই পরিবার খ্রিস্টিয় পরিবার হিসাবে গণনা করাটা অমূলক। বাইবেল নেইতো খ্রিস্ট আমাদের জীবনে নেই।”
বাংলাদেশ বাইবেল সোসাইটির ডিস্টিবিউশন অফিসার জেমস বিশ্বাস তার সহভাগিতায় বলেন, “আমি বাইবেল বহন করলে বাইবেল আমাকে বহন করবে। তিরি মাদার তেরেজার উক্তি তুলে ধরে বলেন, Know the Bible, love the Bible and read the Bible।”
বাংলাদেশ বাইবেল সোসাইটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই চেষ্ঠা করছে বাইবেলকে সবার নিকট পরিচিত করতে এমনকি বাইবেলের আলো সবার নিকট সহজে বিকিরণ করাতে। এইজন্য এই সংস্থা সর্বদা চেষ্ঠা করছে বিভিন্ন ভাষায় বাইবেল অনুবাদ করতে এবং বাইবেলকে অর্থাৎ ঈশ্বরের বাণী মূর্তমান করতে।
ঈশ্বরের বাণী সকলের নিকট পৌঁছে যায় একমাত্র বাইবেলের মধ্যদিয়ে। বাইবেল নেইতো খ্রিস্ট আমাদের জীবনে নেই। বাংলাদেশ বাইবেল সোসাইটির ডিস্টিবিউশন ম্যানাজার আন্তনী সরদার বলেন, “বাইবেল হওয়া উচিত আমার প্রতিদিনকার চলার পথের সাথী।”
তিনি আরো বলেন, “ঈশ্বরের বাক্যই হলেন ঈশ্বর । অবসরপ্রাপ্ত ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসির ভাষায় আমি যখন ঈশ্বরের বাণীপাঠ করি তখন ঈশ্বর আমার সঙ্গে কথা বলেন। ঈশ্বরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ঈশ্বরের বাণী। বাইবেলের মধ্যদিয়েই আমরা ঈশ্বরের রব শুনতে পাই।”
এছাড়াও বাইবেল ভিক্তিক কুইজ পরিচালনা করা হয় এবং বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। ভিডিও চিত্রের মাধ্যমে বাইবেলে বর্ণিত যীশুর শিক্ষা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের প্রত্যেককের নিকট হতে ৫০ টাকা অনুদান সংগ্রহের মাধ্যমে একটি করে ৫০০ টাকা পুর্ণাঙ্গ বাইবেল প্রদান করা হয়।
উক্ত ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার আরতুরো, পিমে তার বক্তব্যে তুলে ধরেন বাইবেল পাঠের গুরুত্ব, বাইবেলের আধ্যাত্মিক শক্তির দিকসমূহ।
পরিশেষে পাল-পুরোহিতের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে বাইবেল সেমিনারের পরিসমাপ্তি করা হয়।-ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন