পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে অনুষ্ঠিত হল ডিকন অভিষেক অনুষ্ঠান
গত ২৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ, বাংলাদেশের যাজকীয় গঠন লাভের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে অনুষ্ঠিত হলো ডিকন অভিষেক অনুষ্ঠান।
এই পরিসেবক অভিষেক লাভ অনুষ্ঠান উপলক্ষে আধ্যাত্নিক প্রস্তুতি স্বরূপ আগের দিন বিকালে বিশেষ পবিত্র আরাধনা প্রার্থনার অনুষ্ঠান করা হয়। এই পবিত্র আরাধনা প্রার্থনার মূলসুর ছিল, “আনন্দ চিত্তে, বিনম্র সেবায়, পিতার দিকে যাত্রা”।
এতে বাংলাদেশের দুইটি ধর্মপ্রদেশ তথা রাজশাহী ধর্মপ্রদেশ থেকে ৫জন ও বরিশাল ধর্মপ্রদেশ থেকে ৩জন সহ মোট ৮জন ভাই ডিকন বা পরিসেবক পদে অভিষেক লাভ করেন। এই অভিষেক অনুষ্ঠানে বিশপ ইম্মানুয়েল রোজারিও সহ ফাদারগণ, সিস্টারগণ এবং ডিকন প্রার্থীর অভিভাবক, আত্মীয়স্বজন ও খ্রীষ্টভক্তগণ মিলে প্রায় ৫০০ জনের মতো উপস্থিত ছিলেন।
পবিত্র মঙ্গলানুষ্ঠানের শুরুতেই ফাদার কোমল খান তাঁর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং পরে প্রার্থীদের পরিচয় পর্ব, রাখী বন্ধনী, আর্শীবাদ অনুষ্ঠান ও প্রার্থীদের মিষ্টি মুখ করানো হয়।
পবিত্র খ্রিস্টযাগের উপদেশে বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও বলেন, “পরিসেবক কী? প্রথম পাঠের আলোকে তিনি বলেন, তোমাদের কাজ হবে সেবা করা প্রথমত, তোমরা পুণ্যবেদীতে সেবাদান করবে, একই সাথে ধর্মপাল ও ধর্মযাজকদের নামে মন্ডলীতে তোমরা সেবা করবে।”
তিনি আরও বলেন, “দীক্ষাস্নান সংস্কার, রোগীদের অন্তিম ক্রিয়ানুষ্ঠান প্রদান, মন্ডলীর হয়ে মঙ্গলবাণী ঘোষণা করা, প্রার্থনা করা নিজেদের জন্য এবং ঐশজনগণের জন্য; যাতে ঈশ্বরের সাথে ও তাঁর সান্নিধ্যে তোমরা বাস করতে পারো।”
“তোমরা সর্বত্র যাও; বিশ্বসৃস্টির কাছে তোমরা ঘোষণা কর মঙ্গলসমাচার”। যেভাবে শিষ্যরা পবিত্রাত্মাকে পেয়ে প্রচার কাজে বেরিয়ে গিয়েছিলেন।
“সাধু পলিকার্পের তিনটি বিষয়ে উপর গুরুত্বারোপ করে বলেন, প্রথমত, তোমরা কর্মতৎপর হও, বিশেষ করে সর্বকর্মে সদা প্রস্তুত থাকো। সব সময় কর্মীর মনোভাব নিয়ে কাজ করে যাবে। দ্বিতীয়ত, যীশুকে অনুসরণ করো কারণ যীশু সবার জন্য সেবক হয়েছেন; সবার জন্য জীবন দিয়েছেন। এই সত্যটা ঐশজনগণের কাছে প্রচার করো। আর তৃতীয়ত, দয়ার কাজ করো কারণ শুধু আমাদের কথা দিয়ে নয়; আমাদের বাস্তব কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। যাতে করে একে অন্যেকে সাহায্য করার মধ্যদিয়ে পথ চলতে পারি” বলেন বিশপ কানন রোজারিও।”
অভিষিক্ত পরিসেবক জেমস সাগর তপ্ন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তাঁর সেবাকাজের জন্য আমাদেরকে তিনি আহ্বান করেছেন। মন্ডলীর এই সেবাদায়িত্ব ঈশ্বরের একটি অনুগ্রহ ও কৃপা আমাদের জীবনের জন্য, যা আমাদের হৃদয়-মন ও অন্তরে আনন্দ এনে দিবে। তাই আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন কারন আমরা যে সেবা দায়িত্ব পেয়েছি তা যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি।”
বনানী পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক ফাদার পল গমেজ বলেন, “তারা দীর্ঘদিন গঠন গ্রহণ করে; তাদের আহ্বান আবিষ্কার করেছে। তাদের আহ্বানের পিছনে তাদের পিতামাতা, আত্মায়ীস্বজন, বন্ধু-বান্ধব, ভাইবোন, ফাদারগণ, সিস্টারগণ ও ধর্মপ্রদেশের ধর্মপাল ও যাকজগণ তাদেরকে আহ্বান আবিষ্কার করতে সহায়তা করেছেন তাই তাদের এই জীবনাহ্বানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”
“আজ তারা মন্ডলীর পরিসেবকের সেবা দায়িত্ব গ্রহন করেছে আর এই সেবা দায়িত্ব তারা যেন নিষ্ঠার সাথে পালন করতে পারে সেই প্রার্থনা করি”, বলেন পরিচালক ফাদার পল।
এই ডিকন অভিষেক যারা লাভ করেছেন তার হলেন রাজশাহী ধর্মপ্রদেশ থেকে ডিকন ব্লেইস সুমিত কস্তা, ডিকন বিনেশ মার্টিন তিগ্যা, ডিকন গ্রেগরী মুকুট বিশ্বাস, ডিকন সাগর জেমস তপ্ন, ডিকন শেখর ফ্রান্সিস কস্তা এবং বরিশাল ধর্মপ্রদেশ থেকে ডিকন বার্নাবাস মন্ডল, ডিকন লুক আলবার্ট বাড়ৈ ও ডিকন সুবাস ফলিয়া।
খ্রিস্টযাগের পরে পরিসেবকদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
পরিশেষে সেমিনারীর পরিচালক ফাদার পল গমেজ, উপস্থিত ফাদার, ব্রাদার, সিস্টার এবং ডিকনদের অভিভাবক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। - জের্ভাস গাব্রিয়েল মুরমু