কলকাতা সাধু থমাসের ধর্মপল্লীতে কার্ডিনাল চার্লস বো - এর পঞ্চাশত্তমী পর্ব উদযাপন
গত ১৯ মে ২০২৪, কলকাতা সাধু থমাসের ধর্মপল্লীতে পঞ্চাশত্তমী পর্ব ও হস্তার্পন সংস্কারের মহা খ্রীষ্টযাগ উদযাপন করেন সম্মিলিত ভাবে মিয়ানমারের কার্ডিনাল চার্লস মং বো, মিয়ানমারের অক্সিলিয়ারি ধর্মপাল, বিশপ নোয়েলও কলকাতার আর্চবিশপ থমাস ডি'সুজা। সঙ্গে সহকারী পুরোহিত ছিলেন মিয়ানমারের বর্তমান ও প্রাক্তন প্রভিন্সিয়াল ফঃ বস্কো ও ফঃ চার্লস,কলকাতা যীশু সংঘের প্রভিন্সিয়াল ফঃ আরজেন টে টে,কলকাতা ভিকার জেনারেল ফঃ ডমিনিক গোমেস, ফঃ সি .এম পল ও এফ. এ.বি.সি. ও .এ .সি এক্সুকিউটিব সচিব ফঃ জর্জ প্লাথোট্টাম এস .ডি.বি. ,ধর্মপল্লীর পাল পুরোহিত ফঃ সন্দীপ মাইকেল বিশ্বাস ও সহকারী পাল পুরোহিত।
সকাল ৮:৩০ মি. শোভাযাত্রা সহকারে খ্রীষ্টযাগ শুরু হয়। পবিত্র খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন মাননীয় কার্ডিনাল চার্লস বো।
উপদেশে কার্ডিনাল বলেন, "পঞ্চাশত্তমী পর্ব হল খ্রীষ্টমণ্ডলী প্রতিষ্ঠানের দিন।যেদিন পবিত্র আত্মার অপার শক্তি আমাদের উপর নেমে এসেছিল। হস্তার্পন সুস্কারে পবিত্র আত্মা আমাদের উপর নেমে আসে। পথ দেখায়। জীবনকে আলোকিত করে"।
তিনি হস্তার্পন গ্রহনকারীদের উদ্দ্যেশে বলেন,"পবিত্র আত্মায় সঞ্জীবিত হও ও চারিদিকে সেই আলো ছড়িয়ে দাও"।
ঐ দিন ধর্মপল্লীর ১৯ জন তরুন - তরুণী ভক্তি সহকারে কার্ডিনালের কাছ থেকে হস্তর্পন সংস্কার গ্রহন করে।
খ্রীষ্টযাগের শেষ পর্যায়ে পুনরুত্থান কালের সমাপ্তি ঘোষণা করা হয় জ্বলন্ত মোমবাতি নিভিয়ে দিয়ে এবং বিলম্ব না করে খ্রীষ্টযাগের শেষে একটি ছোট্ট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে ঝটিকা সফরে আসা বিশিষ্ট অতিথি কার্ডিনাল বো কে উত্তরীয়,উপহার ও পুষ্পস্তবক দিয়ে বিশেষ সম্মান জানান হয়।এর পর একে আগত সকল অতিথি পুরোহিত দের প্রতি সমান ভাবে সম্মান প্রদর্শন করা হয় পল্লীর তরফ থেকে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।