কলকাতার সাধ্বী তেরেসা গির্জায় নতুন হলঘর উদ্বোধন

বিগত ১৯ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ, কলকাতার সাধ্বী তেরেসা গির্জায় নবনির্মিত মাদার তেরেসা হলের উদ্বোধন করা হয়  

কয়েক মাসব্যাপী পরিকল্পনা, প্রস্তুতি, তহবিল সংগ্রহ এবং নির্মাণ কাজ সমাপ্তিপর এই হলঘর উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ হয় যা প্রত্যেকটি ধর্মপল্লীর কাছে একটি আনন্দঘন মুহূর্ত ছিল

উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মহা ধর্মপ্রদেশের মহা ধর্মপাল টমাস  ডি’সুজা, ভিকার জেনারেল ফাদার ডমিনিক গোমেজ, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জর্জ আন্তুনি, ফাদার নবীন তাউরো, অন্যান্য ফাদার, ব্রাদার, সিস্টার এবং ধর্মপল্লীবাসী

অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র খ্রীষ্টযাগের  মধ্যে দিয়ে বাংলা ও ইংরেজি দ্বিভাষিক মিশা উৎসর্গ করেন মহাধর্মপাল টমাস ডি'সুজা, ভিকার জেনারেল ফাদার ডমিনিক গোমেজ, পাল পুরোহিত ফাদার জর্জ আন্তুনি, ফাদার সুব্রত বৈদ্য ও ফাদার নবীন তাউরো

মাদার তেরেসা হল নির্মাণের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবার জন্য এবং ধর্মপল্লীবাসীর আগামী দিনের সকল কাজ ঈশ্বরের চরণে নিবেদন করে এই খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়।

খ্রীষ্টযাগ শেষে মাননীয় মহা ধর্মপাল টমাস ডি'সুজা, নবনির্মিত মাদার তেরেসা হলের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রতীক স্বরূপ ফিতা কাটেন এরপর পবিত্র জল সিঞ্চন করে হলটি আশীর্বাদ করে যে উদ্দেশ্যে এই হলটি নির্মাণ করা হয়েছে সেই উদ্দেশ্য যেন সফল হয় তার জন্য প্রার্থনা করা হয়।

এরপর ধর্মপল্লীর সকল কার্যকরী দলগুলির নেতৃত্বে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠান শেষে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জর্জ সকল দাতা এবং নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

এছাড়া তিনি ধর্মপল্লীর প্রত্যেকটি সদস্যকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান গির্জা ঘরের প্রতি তাদের চেতনা বোধ এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য। প্রতিবেদন- ডমিনিক পাঁজা, অনুলিখন তেরেসা রোজারিও