সংবাদ সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হলো শিশু দিবস আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই ভবিষ্যতে পরিবার, সমাজ, মণ্ডলী ও দেশ সেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।
সংবাদ ভারতের মণিপুরে অমানবিক নির্যাতন বন্ধের দাবীতে শান্তি সমাবেশ গত ৪ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে, ক্ষুদ্র পুষ্প তেরেসা গির্জা (বাসন্তী), সিএনআই যাজক এবং সকল খ্রিস্টভক্তগণ একসঙ্গে মিলিত হয়ে মণিপুরের অমানবিক নির্যাতন বন্ধের দাবীতে শান্তি সমাবেশ করেন।