রাঘবপুর, সেন্ট যোসেফ্স ক্যাথলিক গির্জায় "সাধারণ খ্রিস্টভক্ত দিবস" উদযাপন
বিগত ২৩ শে জুন রবিবার, রাঘবপুর, সেন্ট যোসেফ্স ক্যাথলিক গির্জায় মহাসমারোহের সাথে পালিত হলো "সাধারণ খ্রীস্টভক্তগণের পর্ব দিবস"। এই পর্বটি পালিত হয় রবিবারে, তাই এই শুভ দিনটি "Laity Sunday " নামে অভিহিত।
রবিবার সকাল ৬:৩০ মিনিটে রাঘবপুর সেন্ট যোসেফ্স ক্যাথলিক গির্জায় এই “সাধারণ খ্রীস্টভক্তগণের পর্ব দিবস” উদযাপিত হয়। এদিনের মূল উপাসনার উদ্দেশ্য-বিষয় ছিল, সাধারণ ভক্তদের বিশ্বাস দৃঢ় করা, ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা নিবেদন ক’রে নিজ ধর্মীয় সমাজে আধ্যাত্মিক ভাবে প্রকৃত প্রতিষ্ঠা লাভ করা। তাই, এই দিনটি সাধারণ খ্রিস্ট ভক্তদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ পালকীয় রবিবার।
এই দিনে সাধু টমাস মোরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনিই আসলে খ্রিস্ট মন্ডলীর একজন অনভিষিক্ত সাধারণ খ্রিস্ট ভক্তদের প্রকৃত পৃষ্ঠ-পোষক সাধু।
এই রবিবার সকালে খ্রিস্টযাগ সূচনা-পূর্বে শ্রদ্ধেয় পাল পুরোহিত যোসেফ টোপ্প এস.জে মহাশয়ের প্রার্থনা নিবেদন ও পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে উপাসনালয়ের উদ্দেশ্যে শোভাযাত্রা আরম্ভ হয়। এই শোভাযাত্রায় খ্রীস্ট ভক্তগণ প্রার্থনা ও গানে মুখর হয়ে ওঠে, ঈশ্বরের বন্দনা গান গাইতে গাইতে উপাসনালয়ের মধ্যে প্রবেশ করেন ও খ্রীষ্টযাগ আরম্ভ হয়।
পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন রাঘবপুর ধর্মপল্লীর শ্রদ্ধেয় পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে মহাশয় ও ফাদার আরুল যোসেফ এস.জে মহাশয়।
প্রথম ও দ্বিতীয় পাঠের পর মঙ্গল সমাচার পাঠ হয় এবং যাজক উপদেশের মাধ্যমে এই দিনের মাহাত্ম্য বুঝিয়ে দেন। এরপর ধর্মপল্লীর সকল সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা বেদীর সামনে নতজানু হন। যাজক তাঁদের প্রশ্ন করেন, এই সেবার কাজ তারা বর্তমান ও আগামী দিনে সুন্দরভাবে চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ কিনা? তাঁরা প্রত্যেকেই উত্তর দেয় যে, হ্যাঁ তাঁরা দৃঢ় সংকল্পবদ্ধ এবং আগামী দিনেও এই সেবার কাজ চালিয়ে যেতে চান। তারপর যাজক তাদের উপর পবিত্র ক্রুশ স্পর্শ করে বিশেষ আশীর্বাদ প্রদান করেন ও সকল খ্রিস্ট ভক্তদের পবিত্র জল সিঞ্চন করেন।
পরে মূল খ্রিস্ট যজ্ঞ উৎসর্গ এবং খ্রীস্টপ্রসাদ বিতরণ ও শেষ আশীর্বাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় লেইটি কমিশনের (Laity Commission ) সদস্য শ্রী রবিন পতি মহাশয়ের সঞ্চালনায়।
এই পবিত্র খ্রীষ্টযাগে উপস্থিত ছিলেন রাঘবপুর সেন্ট এ্যান্স কনভেন্টের সুপিরিয়র রেভাঃ সিস্টার অর্পিতা (ডি.এস.এ) এবং গোবরাচক কনভেন্টের রেভাঃ সিস্টার বিনীতা (ডি.এস.এ) ও অন্যান্য সিস্টারগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মপল্লীর খ্রিস্টীয় জীবন সংঘের মায়েদের দল, যুবা দল, খ্রিস্টান এসোসিয়েশন, মহিলা কমিশন, ভিনসেন্ট দি পল সোসাইটির সেবকদল, রাঘবপুর আনন্দ মেলা কমিটি সংগঠনের সভ্য-সভ্যারা ও সাধারণ খ্রিস্ট ভক্তগণ। -রবিন পতি ও তন্ময় মন্ডল