দিনাজপুর ধর্মপ্রদেশের পাথরঘাটা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল সাধু আন্তনীর পর্ব দিবস
গত ১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, দিনাজপুর ধর্মপ্রদেশের পাথরঘাটা ধর্মপল্লীর ঘাউড়া গ্রামে অনুষ্ঠিত হল সাধু আন্তনীর পর্ব দিবস ।
এই পর্ব দিবসের খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপ্রদেশের ফাদার আন্তনী সেন এবং সাথে ছিলেন পাল পুরোহিত ফাদার জাখারিয়াস মার্ডী ।
এছাড়া উপস্থিত ছিলেন ফাদারগণ, সিস্টারগণ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৪৫০জন খ্রিস্টভক্তগণ এই পর্বীয় খ্রিস্টযাগে অংশগ্রহন করেন।
খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ফাদার আন্তনী সেন বলেন, “সাধু আন্তনী ছোট বেলা থেকেই ধর্মের প্রতি মনোযোগী ছিলেন, তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও তাকে ধন সম্পত্তি আকৃষ্ট করতে পারেনি। তিনি যিশুর বানী প্রচার করেছেন, তিনি পরিবারের শান্তি ও মঙ্গলের জন্য কাজ করেছেন, আধ্যাত্মিক ভাবে মানুষ যেন পরিপূর্ণতা লাভ করতে পারে সেই জন্য তিনি অনেক কাজ করেছেন।”
“এছাড়াও সাধু আন্তনী অনেক আশ্চর্য কাজ করেছেন যা আমরা পাই তার জীবনি পড়লে”, বলেন ফাদার সেন।
স্থানীয় খ্রিষ্টভক্ত মারসেল মিনজ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “প্রথমে ২০০১ সালে এই ঘাউড়া গ্রামে ফাদার আন্তনী সেন একটি গির্জা সাধু আন্তনীর নামে বানানোর উদ্যোগ নেন এবং বাস্তবায়ন করেন এবং পরে স্থানীয় খ্রিষ্টভক্ত পল চারুয়া তিগ্যার সহযোগিতায় গির্জার জন্য জমি বরাদ্দ করেন। এর পর থেকে প্রতি বছর তীর্থ হয়ে আসছে এবং দিন দিন খ্রিষ্টভক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”
স্থানীয় উরাও খ্রিষ্টভক্তগন প্রতি বছর এই তীর্থের আয়োজন করে আসছেন। - পিটার রতন