দিনাজপুর ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক জাতীয় প্রশিক্ষণ
গত ৩১ জুলাই থেকে ৩ আগষ্ট ২০২৪ খ্রিস্টাব্দ, দিনাজপুর ধর্মপ্রদেশের মাতাসাগরের উপকুলে অবস্থিত ধর্মপ্রদেশীয় পালকীয় গঠন কেন্দ্রে অনুষ্ঠিত হলো আন্ত:ধর্মীয় সংলাপ বিষয়ক একটি জাতীয় প্রশিক্ষণ।
এই প্রশিক্ষণটির মূলসুর ছিল, “অন্য ধর্মের প্রতি কাথলিক মণ্ডলীর দৃষ্টিভঙ্গী ”। এতে বাংলাদেশের সকল ধর্মপ্রদেশ, মহাধর্মপ্রদেশ, কারিতাস কেন্দ্রিয় কার্যালয় ও ৮টি আঞ্চলিক কার্যালয় এবং মটস ইনসৃটিটিউট ও সিডিআই থেকে প্রায় ৭৫জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।
আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক জাতীয় প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল, আন্তঃধর্মীয় সংলাপের উপর সম্যক জ্ঞান দান করা এবং ধর্মপল্লী, ধর্মপ্রদেশে, সন্ন্যাস সংঘে, প্রতিষ্ঠান ও সংস্থায় সংলাপ কেন্দ্রিক সেবা কাজ করার জন্য সেবাকর্মী গঠন করা।
এই জাতীয় প্রশিক্ষণে যে সকল বিষয় সুদক্ষ ও অভিজ্ঞ সহায়ক ব্যক্তিদের দ্বারা বিভিন্ন কৌশলগত পদ্ধতিতে উপস্থাপিত হয় তা হলঃ (১) আন্তঃধর্মীয় সংলাপ: মৌলিক ধারণা, (ফাদার নরবার্ট গমেজ); (২) আন্তঃধম্যীয় সংলাপের আধ্যাত্মিকতা (কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি) (৩) দ্বিতীয় ভাটিকান মহাসভার আলোকে আন্তঃধর্মীয় সংলাপের ঐশতত্ত্ব, (ফাদার প্যাট্রিক গমেজ) (৪) দ্বিতীয় ভাটিকান মহাসভা-উত্তর আন্তঃধর্মীয় সংলাপের ঐশতত্ত্ব (ফাদার প্যাট্রিক গমেজ)
এছাড়াও আরো ছিলো (৫) ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক পোপীয় ডিকাস্টারী (মিঃ মানিক উইলিভার ডি’কস্তা) (৬) আন্তঃধর্মীয় সংলাপের উপর এশীয় ধর্মতত্ত্ব ও এশীয় মণ্ডলীর দলিলসমূহ (ফাদার প্রলয় আগষ্টিন ক্রুজ) (৭) বাংলাদেশ পালকীয় পরিকল্পনা ও আন্তঃধর্মীয় সংলাপ (কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি) (৮) ইসলাম ধর্মের আালোকে আন্তঃধর্মীয় সম্প্রীতি (মোহাম্মদ আবু তাহের সিদ্দিকি, অধ্যাপক, রাষ্ট্র্রবিজ্ঞান বিভাগ) এবং মোঃ আবেদ আলী, শিক্ষক, সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর (৯) সনাতন ধর্মের আালোকে আান্তঃধর্মীয় সম্প্রীতি (স্বামী বিভাত্মানন্দ মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন, দিনাজপুর); (১০) ভক্তজনগণের জীবনযাত্রায় আন্তঃধর্মীয় সংলাপ ঃ জীবন-বাস্তবতা ( প্রফেসর সামশন হাঁসদা; ইংরেজী বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী), (১১) আন্তঃধর্মীয় সম্প্রীতিঃ জীবন সহভাগিতা (সিস্টার রেবা ভেরোনিকা ডি’কস্তা, আারএনডিএম)।
পরে অনুষ্ঠিত হয় ধর্মপ্রদেশ ভিত্তিক কর্মপরিকল্পনা, নারী ও পুরুষ প্রতিনিধিদের দ্বারা প্রশিক্ষণটির উপর গঠনমূলক মূল্যায়ন এবং পরিশেষে সমাপনী অনুষ্ঠান ।
সমাপনী অনুষ্ঠানে ছিল স্বাগতিক বিশপ সেবাস্টিয়ান টুডু’র ধন্যবাদ ও কৃতজ্ঞতার বাণী। কমিশনের সভাপতি পরম শ্রদ্ধেয় আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি ধন্যবাদসূচক সমাপনী বক্তব্য দিয়ে প্রশিক্ষণটির সমাপ্তি ঘোষণা করেন।
পরে সভাপতি আর্চবিশপ সুব্রত ও স্বাগতিক বিশপ সেবাস্টিয়ান টুডু অংশগ্রহণকারী সবার হাতে সার্টিফিকেট তুলে দেন ।
প্রশিক্ষণটির সার্বিক আায়োজন ও ব্যবস্থাপনায় ছিল বিশপীয় খ্রীষ্টিয় ঐক্য ও আান্তঃধর্মীয় সংলাপ কমিশন। - ফাদার প্যাট্রিক গমেজ