একশত বিশ বছর পূর্তি ঈশ্বরের এক মহাশীর্বাদ। ইটালী থেকে আগত পিমে মিশনারী ফাদারগণ আন্ধারকোঠাতে প্রথম পাহাড়িয়া আদিবাসীদের দীক্ষা দিয়ে এখানে ১৯০৪ খ্রিস্টাব্দে ধর্মপল্লী স্থাপন করেছিলেন।
অন্ধকার দুর করার উত্তম পন্থা হলো শিক্ষা। শিক্ষার অনুপস্থিতিতে আমাদের মনের মধ্যে একটা অদৃশ্য ভয়ের সৃষ্টি হয় যা আমাদের সামনের পথে এগিয়ে যেতে বিশাল পাহাড় সমান বাধার তৈরী করে আর এই বাধার পাহাড় ভাঙ্গতে শিক্ষা খুবই প্রয়োজন।
আমরা অনেক সময় কাউকে যাচাই না করে মন্তব্য করি, কিন্তু পরে আমরা নিজেরাই অনুশোচনা করি। এমনটা যেনো না হয় সেজন্য আমাদের আগে থেকেই কাউকে কোনো মন্তব্য করার আগে তার বিষয়ে জানতে হবে।