আন্ধারকোঠা ধর্মপল্লীর নতুন সুপিরিয়র সিস্টার আগ্নেশ কস্তা এসসি’র দায়িত্ব গ্রহন অনুষ্ঠান
গত ১৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ, আন্ধারকোঠা ধর্মপল্লীর সেন্ট জেরোজা কনভেন্টের নতুন সুপিরিয়র সিস্টার আগ্নেশ কস্তা এসসি’র দায়িত্ব গ্রহন এবং সিস্টার তেরেজা মার্ডি এসসি এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আন্ধারকোঠা ধর্মপল্লীর ফাদারগণ, সিস্টারগণ, ডিকন ও খ্রিস্টভক্তরা মিলে এই বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
পঞ্চাশত্তমী পর্বের খ্রিস্টযাগের শেষে সকলের উপস্থিতিতে বিদায়ী সেন্ট জেরোজা কনভেন্টের সুপিরিয়র সিস্টার তেরেজা মার্ডি এসসি এবং নতুন দায়িত্বপ্রাপ্ত সুপিরিয়র সিস্টার আগ্নেশ কস্তা এসসি এর বরণ অনুষ্ঠান করা হয়।
ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু টি. রোজারিও বলেন, “আমি এখানে আসার পর থেকে সিস্টারকে পেয়েছে, অনেক ক্ষেত্রেই সে আমাদের সাহায্য করেছেন সেবা দায়িত্ব পালনের ক্ষেত্রে; আমি অনেকবার দেখেছি মহিলারা বিভিন্ন সময় সিস্টারের কাছে যেতেন বিভিন্ন সমস্যা নিয়ে এবং তিনিও তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছেন তাই তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তার এর সেবা কাজের জন্য।”
বিদায়ী সিস্টার তেরেজা মার্ডি এসসি বলেন, “দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে এইখানে আমি আমার পালকীয় সেবা দায়িত্ব পালন করেছি, অনেক নতুন কিছুর অভিজ্ঞতা করেছি ও শিখেছি, ঈশ্বরের ইচ্ছা পালন ও পূরণ করাই আমাদের সিস্টারদের প্রথম দায়িত্ব। তাই পরবর্তীতে যেখানে যাচ্ছি সেখানে যেনো সুস্থ থেকে ইশ্বরের ইচ্ছা পালনে নিবেদিত থাকতে পারি এই প্রার্থনা করবেন।”
ধর্মপল্লীর একজন খ্রিস্টভক্ত বলেন, “ সিস্টার তেরেজা মার্ডি, এসসি আমাদের মাঝে বেশ ভাল পালকীয় কাজ করেছেন তাই আমাদের ধর্মপল্লীর পক্ষ থেকে সিস্টারকে অনেক ধন্যবাদ জানাই। একই সাথে তাঁর জন্য আমরা প্রার্থনা করব তিনি যেখানে নতুন দায়িত্ব নিয়ে যাচ্ছেন সেখানে যেন ভাল থাকেন এবং তার সুন্দর সেবা দায়িত্ব পালন করতে পারেন।”
নতুন দায়িত্বপ্রাপ্ত সিস্টার আগ্নেস কস্তা এসসি বলেন, “আমাকে বরণ করে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আশা করব আমাদের প্রভিন্সিয়াল আমাকে যে দায়িত্ব দিয়ে এইখানে পাঠিয়েছেন তা আমি সুন্দরভাবে পালন করতে পারব। আর এর জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য; কারণ আপনারাই আমাদের একমাত্র আশা ভরসা।”
“আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি আমার পালকীয় সেবা দায়িত্ব সুন্দর ভাবে পালন করতে পারি ।” - বেনেডিক্ট তুষার বিশ্বাস