আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আগমনকালীন আধ্যাত্মিক প্রস্তুতি ও নির্জনধ্যান সভা
গত ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সহায়তায় আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আগমনকালীন আধ্যাত্মিক প্রস্তুতি ও নির্জনধ্যান সভা।
এতে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পালপুরোহিত এবং রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও, ফাদার সনেট কস্তা, সিস্টার নির্মলা এসসি সহ ৬৩জন অংশগ্রহণকারী।
আগমনকালীন এ প্রস্তুতির মূলসুর হিসেবে বেছে নেওয়া হয়েছিল, “প্রভুর আগমন ও আমাদের প্রস্তুতি”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে যুবারা অংশগ্রহন করেন।
পালপুরোহিত ফাদার প্রেমু রোজারিও তার সহভাগিতায় বলেন, “যীশুর আগমন আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত তাই আমাদের নিজেদের প্রস্তুত করা খুবই প্রয়োজন। তিনি যীশুর জন্ম কাহিনীও সকলের সাথে সহভাগিতা করেন।
“এই আগমনকালে ঈশ্বরের স্বপ্ন বা পরিকল্পনাকে নিজেদের জীবনে বাস্তবে রূপ দিতে আপ্রাণ চেষ্টা করবো এবং অনবরত কাজ করে যাবো যাতে এই পৃথিবীতে সকল মানুষ ঈশ্বরের প্রকৃত সন্তান হয়ে উঠে,” বলেন ফাদার রোজারিও।
তিনি আরও বলেন, “এই পৃথিবীকে খ্রীষ্টের শান্তি, ন্যায্যতা ও প্রেমের উপর গড়ে তুলতে হলে প্রতিদিনই ঈশ্বরের ইচ্ছানুসারে আমাদের জীবন-যাপন করা উচিৎ। কিন্তু বাস্তবে আমরা তা অনেক সময় করি না বা তা করতে অবহেলা করি। তাই আমাদের প্রত্যেকেরই উচিৎ ঈশ্বরকে পথ করে নিজেদের জীবনকে পরিচালনা করা।”
এই আগমনকালীন নির্জনধ্যানের মধ্যে ছিল আগমনকালীন অনুধ্যান, পুনর্মিলন সংস্কার ও পবিত্র খ্রিস্টযাগ। - তুষার বিশ্বাস