আন্ধারকোঠা ধর্মপল্লীতে উদযাপিত হল শহীদ ফাদার আঞ্জেলো মাজ্জনীর ৫২ তম মৃত্যুবার্ষিকী
গত ১৪ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, আন্ধারকোঠা ধর্মপল্লীতে উদযাপিত হলো শহীদ ফাদার আঞ্জেলো মাজ্জনীর ৫২ তম মৃত্যুবার্ষিকী।
শহীদ ফাদার আঞ্জেলো মাজ্জনীর ৫২’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগের দিন ফাদারের আত্মার কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান করা হয় এবং ১৪ আগস্ট খ্রিস্টযাগ উৎসর্গ করেন আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রেমু টি. রোজারিও।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার প্রেমু টি. রোজারিও শহীদ ফাদার আঞ্জেলো মাজ্জনীর বিভিন্ন গুণাবলী ও খ্রিস্টীয় আদর্শের কথা তুলে ধরেন। শহীদ ফাদারের প্রতি আমাদের যে গভীর ভালোবাসা আছে তা আমরা এই শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে প্রকাশ করছি।
এ দিনটিকে কেন্দ্র করে আন্ধারকোঠা টাইগার স্পোটিং ক্লাব আয়োজন করে “শহীদ ফাদার আঞ্জেলো মাজ্জনী ৫২ তম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪” ।
এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার মোট ৩২ টি আদিবাসী দল অংশগ্রহণ করে। বাছাই পর্ব শেষ করে চূড়ান্ত ফাইনালে মুখোমুখি হয় কার্লুস স্মৃতি সংঘ মিয়াপুর বনাম মধুমাঠ একাদশ এবং কার্লুস স্মৃতি সংঘ। মিয়াপুর ২ গোল এই বছরের টুর্নামেন্টের বিজয়ের সুনাম অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার প্রেমু টি রোজারিও, আন্ধারকোঠা টাইগার স্পোটিং ক্লাবের সভাপতি বাদল বিশ্বাসসহ ক্লাবের সদস্যগণ, স্পেরাতুস বিশ্বাস, ক্রেডিট সেক্রেটারিসহ আরো অনেকে।
ফাদার ও অন্যান্য উপস্থিতি অতিথিবৃন্দ বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেওয়ার মাধ্যমে শহীদ ফাদার আঞ্জেলো মাজ্জনী ৫২ তম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর সমাপ্তি ঘোষণা করা হয়। - বেনেডিক্ট তুষার বিশ্বাস