বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য প্রার্থনার আবেদন

কয়েক দিনের টানা বর্ষন এবং নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে

শ্রদ্ধাভাজন খ্রিস্টভক্ত, সন্ন্যাব্রতী এবং যাজকগণ,

গভীর উদ্বেগের সাথে আপনাদের নিকট এই পত্র লিখছি। আপনারা অবশ্যই অবগত আছেন, গত কয়েক দিনের টানা বর্ষন এবং নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে হচ্ছে।

বিশেষত, গত ২৪ ঘন্টা টানা বর্ষনে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। চট্টগ্রাম আর্চডাইয়োসিসের অন্তর্গত রাঙামাটি জেলা সম্পূর্ণরূপে বন্যার পানিতে নিমজ্জীত।

খাগড়াছড়ি জেলার দিঘিনালা পানছড়ি উপজেলা বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী জেলার ফুলগাজি, পরশুরাম ছাগলনাইয়া উপজেলা অন্তত ১২ ফুট পানির নীচে তলিয়ে গিয়েছে।

নোয়াখালী জেলা এবং চট্টগ্রাম জেলার নারায়নহাট এলাকাও বন্যা প্লাবিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে ভূমি ধ্বসের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম আর্চড়াইয়োসিসের এলাকা ছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং কুমিল্লা জেলা বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার পানিতে অনেক এলাকায় বহু মানুষ বাড়ীর চাল বা ছাদে অথবা কোন উঁচু স্থানে আটকে আছে। তাদের মাঝে আছে ছোট্ট শিশু, গর্ভবতী মা এবং বয়স্ক মানুষ। তারা সকলেই পরমেশ্বরের সন্তান। প্রতিটি প্রাণ তাঁর কাছে মূল্যবান।

এই প্রাকৃতিক দুর্যোগে মানুষ এবং সকল সৃষ্টির প্রাণহানি এবং সম্পদের ক্ষতিতে আমরা গভীরভাবে ব্যথিত। পরমেশ্বর যেন তাঁর সন্তানদের মঙ্গলে দৃষ্টিপাত করেন, ভাই-মানুষের পাশে দাঁড়াতে আমাদের সকলকে উদ্দীপিত করেন, সেজন্য আমি আপনাদের নিকট প্রার্থনার অনুরোধ জানাচ্ছি। কারণ, মানবিক সহায়তার পাশাপাশি এই দুর্যোগ নিরসনে পরমেশ্বরের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।

আপনারা যে যেখানেই থাকুন না কেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ব্যক্তিগত বা দলীয়ভাবে প্রতি সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে জপমালা প্রার্থনা নিবেদনের জন্য আমি একান্ত মিনতি জানাই। - আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি, চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিস