ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব দিবস উদ্যাপন - ২০২৪ খ্রিস্টাব্দ
গত ১৪-১৭ নভেম্বর ২০২৪ খ্রি: নাগরী সাধু নিকোলাসের ধর্মপল্লীতে ঢাকা মহাধর্মপ্রশেীয় যুব দিবস উৎযাপিত হয়। এ বছরের যুব দিবসের মূলসুর ছিল “আশায় আনন্দিত হও।”
এ দিবসকে কেন্দ্র করে ১৪ নভেম্বর বিকেল ৪:১৫ ঘটিকায় পরম শ্রদ্বেয় আর্চবিশপ মহোদয়কে ও অংশগ্রহণকারীদের বরণ এর মধ্য দিয়ে যুব দিবসের আরম্ভ হয়। এর পর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং আর্চবিশপ মহোদয় লগো উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব দিবস- ২০২৪ এর উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের পরেই যুব ক্রুশ স্থাপন, ক্রুশ অর্চনা ও সান্ধ্য প্রার্থনা। ১৫ নভেম্বর যুবক-যুবতীদের জন্য যুব খ্রিষ্টযাগ উৎসর্গ করেন জাতীয় যুব কমিশনের যুব সমন্বয়কারী ফাদার বিকাশ জেমস্ বিরেরু, সিএসসি। খ্রিষ্টযাগে তিনি বাণীর আলোকে যুবাদের আলোকিত করেন এবং যুবদিবসে শুরু কিভাবে হয় সে বিষয়ে তিনি ধারণা দেন। পরবর্তীতে ১ম অধিবেশনে আর্চবিশপ মহোদয় যুব দিবসের মূলসুর “আশায় আনন্দিত হও”- এর উপর তাঁর উপস্থাপনা তুলে ধরেন।
যুব দিবসের আনন্দের একটি বিশেষ আকর্ষন বর্ণাঢ্য র্যালী। এই র্যালীর মধ্য দিয়ে নাগরী গ্রামবাসীরা ও যুবদিসের আনন্দের সহভাগি হয়।
দ্বিতীয় অধিবেশনে ফাদার রিপন রোজারিও, এসজে তার উপস্থাপনায় “যুব মন, যুব জীবন, আশায় আনন্দে ভরি মন” এ বিষয়ের মধ্য দিয়ে যুবাদের উৎসাহিত করেন। এছাড়াও ঢাকা মহাধর্মপ্রদেশের যুব সমন্বয়কারী ফাদার প্রলয় আগষ্টিন ডি’ক্রুশ প্রার্থনায় যীশুর সাথে যুক্ত থেকে তাঁর উপর বিশ্বাস রেখে কিভাবে যুবারা সাক্ষ্যদানে এগিয়ে যাবে সে বিষয়ে তার সহভাগিতা রাখেন। বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন মি. জুয়েল খন্দকার, তিনি “মাদককে না বলি, সুসংহত জীবন গড়ি”। যা যুবাদের মনকে নাড়া দেয় এবং সঠিক পথে চলার পথ দেখায়।
তিন দিনের কার্যক্রমের বিভিন্ন উপস্থাপনা ছাড়াও ছিল আধ্যাত্মিক অনুশীলন ক্রুশের আরাধনা ও পাপস্বীকার সংস্কার, সৃষ্টিশীল উপস্থাপনা, আলোর উৎসব, খেলাধূলা ইত্যাদি।
সমাপনী খ্রিষ্টযাগ উৎসর্গ করেন এপিসকপাল যুব কমিশনের চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় বিশপ সুব্রত বনিফাস গমেজ। তিনি তার উপদেশ বাণীতে , সকল বিশেষ আহ্বান জানান তিন দিনের বিভিন্ন অধিবেশনের মধ্য দিয়ে তারা যে জ্ঞান লাভ করেছে তারা যেন ফিরে গিয়ে সমাজে , পরিবারে এবং ধর্মপল্লীতে কাজে লাগাতে পারে।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে যুব দিবসের সমাপ্তি ঘোষনা করেন ঢাকা মহাধর্মপ্রদেশের যুব সমন্বয়কারী ফাদার প্রলয় আগষ্টিন ডি’ক্রুশ সকলকে ধন্যবাদ জানিয়ে যুব দিবস ২০২৪ খ্রী. সমাপনী ঘোষণা করেন।
এ যুব দিবসে ঢাকা মহাধর্মপ্রদেশের চারটি অঞ্চলের বিভিন্ন ধর্মপল্লী থেকে ১৪৪ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন, এছাড়া নাগরী যুব সমিতি, সেচ্ছাসেবক, এনিমেটর, ফাদার, ব্রাদার, সিস্টারসহ মোট দুইশত ত্রিশজন জনের উপস্থিতি থেকে যুব দিবস উদযাপনকে সাফল্য মন্ডিত করেন।