ঢাকা ঐশ করুণা ধর্মপল্লীতে ৫৬ জন ছেলে-মেয়ের পবিত্র খ্রীষ্টপ্রসাদ সংস্কার গ্রহণ

ঐশ করুণা ধর্মপল্লীতে ৫৬ জন ছেলে-মেয়ের পবিত্র খ্রীষ্টপ্রসাদ সংস্কার গ্রহণ

গত ২২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত ভাটারা ঐশ করুণা ধর্মপল্লীতে ৫৬ জন ছেলে-মেয়ে প্রথমবারের মত পবিত্র খ্রীষ্টপ্রসাদ সংস্কার গ্রহণ করেন।

এই উপলক্ষ্যে পবিত্র খ্রীষ্টযাগে প্রধান পৌরহিত্য করেন ফাদার মিল্টন ডেনিস কোড়াইয়া, চ্যান্সেলর, ঢাকা মহাধর্মপ্রদেশ।

এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শীতল কস্তা, ফাদার রিপন রোজারিও, ওএমআই, ফাদার এলিয়াস সামুয়েল, টিওআর সহ অন্যান্য ফাদারগণ।

খ্রিস্টযাগের উপদেশ বাণী সহভাগিতায় ফাদার মিল্টন কোড়াইয়া বলেন, “সাতটি সাক্রামেন্তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্রামেন্ত হলো খ্রীষ্টপ্রসাদ। তোমরা যারা আজকে এই সাক্রামেন্ত গ্রহণ করবে তোমরা সবাই খ্রিস্টকে আরো গভীরভাবে তোমাদের হৃদয়ে উপলব্দি করতে পারবে।

আজকের এই দিনে তোমরা যে বিশ্বাস আকাঙ্খা নিয়ে যীশুকে খ্রীষ্টপ্রসাদের মাধ্যমে গ্রহণ করছ, সেই বিশ্বাস আকাঙ্খা যেন সারা জীবন ধরে রাখতে পার”, বলেন ফাদার মিল্টন।

পবিত্র খ্রীষ্টযাগের শেষে ধর্মপল্লীর পাল পুরোহিত  ফাদার শীতল কস্তা সবাইকে সকল কিছু' জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানান এবং প্রথম খ্রীষ্টপ্রসাদ গ্রহণকারী ছেলে-মেয়েদের নিকট দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তাদেরকে সার্টিফিকেট   উপহার প্রদানের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। - ফাদার শিশির কোড়াইয়া