বারুইপুর ধর্মপ্রদেশে তরুণদের আহ্বান শিবির

বারুইপুর কাথলিক ধর্মপ্রদেশে তরুণদের জন্য তিনদিনের আহ্বান শিবির আয়োজিত

বারুইপুর কাথলিক ধর্মপ্রদেশে তরুণদের জন্য তিনদিনের আহ্বান শিবিরের আয়োজন করেছিল ভোকেশন কমিশন।

গত ১১-১৩ এপ্রিল ২০২৪, বারুইপুর পাস্টরাল সেন্টার দিশারীতে এই শিবির অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ৩২ জন যুবা এই শিবিরে অংশ নেয়।

মাননীয় বিশপ শ্যামল বোসের উপস্থিতি ও গুরুত্বপূর্ণ অধিবেশন শিবির কে তাৎপর্যময় করেছিলও একই সঙ্গে অন্যান্য পুরোহিতদের  সক্রিয় পরিচালনা অংশগ্রহনকারীদের মধ্যে বিপুল  উৎসাহের সঞ্চার করেছিল।

শিবিরের মূল উদ্দেশ্য ছিল তরুণদের মনে যাজক জীবনের বীজ বপন করা।

প্রতিদিন প্রার্থনা ও খ্রীষ্টযাগ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয়দিন খ্রীষ্টযাগ উদযাপন করেন বিশপ শ্যামল বোস। উপদেশে তিনি তরুনদের ঈশ্বরের আহ্বান বা ডাক শোনার জন্য মনোনিবেষ করতে বলেন।যাদের মধ্যে পুরোহিত হবার ইচ্ছা আছে তাদের প্রত্যেকের সাথে আলাদা ভাবে সাক্ষাতের সময় দেন।যা খুবই ভাল সুযোগ।

শেষ দিনে ভিকার ফঃ কনৌজ রায় খ্রীষ্টযাগ উদযাপন করেন ও বিশেষ অধিবেশন নেন।যেখান যীশু খ্রীষ্টের মানব প্রেম ,মানবতাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেন।

শেষে ধন্যবাদ জ্ঞাপন ও মধ্যাহ্ন ভোজন শেষে সকলে বিদায় নেয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags