ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিসের ২০তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

গত ২১ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রকল্প ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিসের ২০তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
এতে কালীগঞ্জ উপজেলার মঠবাড়ী ঢাকা ক্রেডিটের ডিভাইন মার্সি হাসপাতাল প্রাঙ্গণে ২০জন নতুন নিয়োগ প্রাপ্ত সিকিউরিটি সার্ভিসের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।
১৭ আগষ্ট শুরু হওয়া ২০তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস এর ম্যানেজার মনোতোষ হাওলাদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি ডিরেক্টর শিমশন দাস, শীরেন সিলভেষ্টার গমেজ ও অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, ২০১৬ সালে ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস প্রকল্প শুরু করে এবং এই পর্যন্ত এর অধীনে প্রায় ৩৫০ জন কাজ করে যাচ্ছে।
ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের নিজস্ব সেবা প্রদানের পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। - ডিসিনিউজ