কাটাডাঙ্গা সাধু পৌলের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল পবিত্র শিশুমঙ্গল দিবস

গত ২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অর্ন্তগত কাটাডাঙ্গা সাধু পৌলের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।
দিনব্যাপি এই পবিত্র শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিল, “আমার যা আছে তা সহভাগিতা করব”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ২২০ জন শিশুরা উপস্থিত ছিলো।
পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে এ পবিত্র শিশুমঙ্গল দিবসের অনুষ্ঠান শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার প্লাবন রোজারিও,ওএমআই, তিনি তার উপদেশ বাণীতে শিশুদের সরলতা, কোমলতা, নিষ্পাপময়তা, সহযোগিতা, নিয়মিত ধর্মচর্চা, খ্রিস্টযাগে যোগদান ও শিশুরা শিশুদের সাহায্য করে বিষয়গুলো আলোকপাত করেন।
একজন অংশগ্রহণকারী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই শিশুমঙ্গল দিবসে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। আমি রাখি ভবিষ্যতেও যেন এরকম আরোও অনুষ্ঠান আমাদের জন্য করা হয়।”
অনুষ্ঠান সূচিতে ছিলো শিশুদের নিয়ে র্যালি, মূলভাবের ওপর পাল পুরোহিত ফাদার কাজল লিনুস গমেজ, ওএমআই এর সহভাগিতা, খেলাধুলা, খ্রিস্টযাগ উৎসর্গ, পুরস্কার বিতরণী।
দিন ব্যাপি এই আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণকারীসহ আরো উপস্থিত ছিলেন ফাদার, সিস্টার, শিশু এনিমেটর, শিক্ষক ও সেচ্ছাসেবকগণ। - ফাদার প্লাবন রোজারিও, ওএমআই