বান্দুরা ক্ষুদ্রপুষ্প সেমিনারীতে অনুষ্ঠিত হল ঢাকা মহাধর্মপ্রদেশীয় সেমিনারীয়ানদের মিলন মেলা
গত ১১ থেকে ১৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, বান্দুরা ক্ষুদ্রপুষ্প সেমিনারীতে অনুষ্ঠিত হলো ঢাকা মহাধর্মপ্রদেশের সেমিনারীয়ানদের নিয়ে বার্ষিক মিলন মেলা।
এই বছর বার্ষিক মিলন মেলার মূলসুর ছিল, “প্রার্থনা: ভ্রাতৃত্ব ও সহভাগিতায় যাজকীয় গঠন পথে যাত্রা ।”এতে প্রায় ৮০ জন সেমিনারীয়ান ১জন ডিকন এবং ৮ জন ফাদার উপস্থিত ছিলেন।
মূলসুরের উপর সহভাগিতায় ফাদার স্ট্যানলী কস্তা বলেন, “প্রার্থনা হল আমাদের জীবনের প্রধান হাতিয়ার; আর এর মধ্য দিয়ে আমরা নিজেদের জীবনকে আরো সুন্দরভাবে গঠন করতে পারবো। তিনি আরো বলেন, আমরা যেন প্রার্থনায় আরো বিশ্বস্ত থাকি এবং নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলি।”
ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই বলেন, “আমাদের জীবনে প্রার্থনা ও ভ্রাতৃত্ব অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। প্রার্থনার মধ্য দিয়ে আমরা নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমপর্ণ করি। একইসাথে আমরা যেন সুন্দর মনের মানুষ হই এবং পরিপক্ক ভাবে গড়ে উঠি।”
পবিত্র খ্রিষ্টযাগের উপদেশ বাণীতে ফাদার পঙ্কজ প্লাসিড রডিক্রস বলেন, “সেমিনারীয়ানগণ হল ভবিষ্যত মণ্ডলীর কর্ণধার।” একই সাথে তিনি আরো বলেন প্রত্যেকজন সেমিনারীয়ান যেন আন্তরিকতা ও সহভাগিতার মনোভাব নিয়ে বেড়ে উঠে এবং তিনি সবাইকে আহ্বান জানান পরিচালকমণ্ডলীর প্রতি বাধ্য ও বিশ্বস্ত থাকতে।”
দুই দিনের এই অনুষ্ঠানের মধ্যে ছিল প্রার্থনা অনুষ্ঠান, পবিত্র খ্রিষ্টযাগ, মূলসুরের উপর সহভাগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্ষুদ্রপুষ্প সেমিনারীর পরিচালক ফাদার তুষার জেভিয়ার কস্তা উক্ত মিলন-মেলার সমাপ্তি ঘোষণা করেন। - তন্ময় যোসেফ কস্তা