ময়মনসিংহ ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল শিশু এনিমেটরদের বাৎসরিক সম্মেলন

ময়মনসিংহ পালকীয় প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো শিশু এনিমেটরদের নিয়ে বাৎসরিক সম্মেলন

গত ৬ থেকে ৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ময়মনসিংহ ধর্মপ্রদেশের পালকীয় প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো শিশু এনিমেটরদের নিয়ে বাৎসরিক সম্মেলন।

এই সম্মেলনের মূলসুর ছিল, “শিশুদের ভবিষ্যত প্রেরণকর্মী হিসাবে গঠনে এনিমেটরদের ভূমিকা”। এতে ময়মনসিংহ ধর্মপ্রদেশের প্রায় ১৮টি ধর্মপল্লী ও ১টি উপ-ধর্মপল্লী থেকে প্রায় ৬০ জন এনিমেটর অংশগ্রহণ করেন।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সেমিনারের শুভ উদ্ধোধন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের পিএমএস এর ধর্মপ্রদেশীয় পরিচালক ফাদার সুনির্মল মৃ এবং জাতীয় পিএমএস অফিস সহকারী সিস্টার মারীয়া দাস, সিআইসি।

মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার বাইওলেন চাম্বুগং, চ্যান্সেলর ময়মনসিংহ ধর্মপ্রদেশ। তিনি বলেন, “শিশুদের প্রেরণকর্মী হিসাবে গঠন দানের জন্য এনিমেটরদের অনেক গুণাবলী অর্জন করতে হবে, শিশুদের সাথে কাজ করার মন-মানসিকতা থাকতে হবে, মায়ের মতো প্রেম ভালবাসা দিয়ে তাদের শিক্ষা দিতে হবে।”

এছাড়াও এই সম্মেলনে “পি,এম,এস, সম্পর্কে ধারণা ও কার্যক্রমসমূহ” বিষয়ে সহভাগিতা করেন সিস্টার মারীয়া দাস,“এ্যাকশন সং-এর গুরুত্ব ও প্র্যাক্টিক্যাল ক্লাশ” দেন ফাদার মানুয়েল চাম্বুগং,“শিশুমঙ্গল সংঘের উদ্দেশ্য ও এনিমেটরদের কার্যাবলী” সম্পর্কে সহভাগিতা করেন ফাদার সুনির্মল মৃ এবং “বর্তমান যুগে শিশু এনিমেটরদের করণীয় ও গুনাবলীসমূহ” সম্পর্কে সহভাগিতা করেন সিস্টার ঝুমা নাফাক, এসএসএমআই।

এই দুই দিনব্যাপি সেমিনারের মধ্যে ছিল প্রার্থনা অনুষ্ঠান, পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ, আনন্দ র‌্যালি,  বিভিন্ন ধর্মপল্লীর শিশুমঙ্গল সংঘের কার্যক্রমের রির্পোট পেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরিশেষে ময়মনসিংহ ধর্মপ্রদেশের পিএমএস এর ধর্মপ্রদেশীয় পরিচালক ফাদার সুনির্মল মৃ সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে বাৎসরিক সম্মেলনের সমাপ্ত ঘোষনা করেন। - ফাদার মানুয়েল চাম্বুগং