ময়মনসিংহ ধর্মপ্রদেশে জুবিলীর পুণ্য বর্ষে অনুষ্ঠিত হল ৪০তম জাতীয় যুব দিবস

গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ময়মনসিংহ ধর্মপ্রদেশের ডন বস্কো স্কুল এন্ড কলেজে জুবিলীর পুণ্য বর্ষে অনুষ্ঠিত হল ৪০তম জাতীয় যুব দিবস।
এই যুব দিবসের মূলসুর ছিলো, “যুবারা আশার তীর্থযাত্র ”। জাতীয় যুব দিবসে বাংলাদেশের ৮ টি ধর্মপ্রদেশ থেকে ফাদার, ব্রাদার, সিস্টার, যুব সমন্বয়কারী, যুব সেক্রেটারী, এনিমেটর, সেচ্ছাসেবক ও যুবক-যুবতীসহ প্রায় ৫১৭ জন অংশগ্রহণ করেন।
পাঁচ দিন ব্যাপী এই যুব দিবসের প্রথম দিনে ৮টি ধর্মপ্রদেশ থেকে আগত অতিথি, যুব সম্মনয়কারী ফাদার ও অংশগ্রহণকারী যুবাদের ময়মনসিংহ ধর্মপ্রদেশ তাদের নিজস্ব কৃষ্টি গারো গান, নাচ, তিলক ও ফুল দিয়ে বরণ করে নেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্চবিশপ বিজয় এন.ডি’ক্রুজ, ওএমআই, বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ ক্যাভিন র্যাণ্ডাল, বিশপ পল পনেন কুবি, সিএসসি, বিশপ সুব্রত বনিফাস গমেজ, চেয়ারম্যান, এপিসকপাল যুব কমিশন, বিশপ জের্ভাস রোজারিও এবং ফাদার-সিস্টারগন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় যুব কমিশনের পতাকা উত্তোলন করেন ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল ও জাতীয় যুব কমিশনের সভাপতি বিশপ সুব্রত বনিফাস গমেজ এবং সকল ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারী ও দুই জন যুবা ভাইবোন।
অন্যদিকে লোগো এর ব্যাখা প্রদান করেন ফাদার বিকাশ রিবেরু সিএসসি । এছাড়া উদ্বোধনী প্রার্থনার মাধ্যমে “জুবিলী’র পবিত্র দ্বার” উন্মোচিত করা হয়।
জাতীয় যুব দিবসের মূলভাব “যুবারা আশার তীর্থযাত্রী” নিয়ে সহভাগিতা করেন আর্চবিশপ বিজয় এন ডি.ক্রুজ ওএমআই।
তিনি বলেন," আশার তীর্থ যাত্রী হিসেবে তোমাদের হতে হবে সৎ কর্মঠ ও বিশ্বস্থ"।ঐই দেনে উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি, সিএসসি।

এরপরে যুব দিবসের প্রধান আর্কষন যুব র্যালী সংগঠতি হয়। ধর্মপ্রদেশ ভিত্তিক প্রতিটি দল নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি দিয়ে নিজ নিজ ব্যানার, কার্ড ও শ্লোগানের মাধ্যমে যুব র্যালীতে অংশগ্রহণ করে।
পর্রবতীতে জুবিলী বর্ষের বিশেষ স্মরণকিা “যুবদৃষ্টি” এর মোড়ক উন্মোচন করা হয় এবং যুব দিবসের জুবিলীর কেক কাটা হয়। এরপরে বিষয় ভিত্তিক ধর্মপ্রদেশীয় হ্যারিটেজ কর্নার উদ্ধোধন করা হয়। উল্লেখ্য, উক্ত এই যুব দিবসে প্রতি বছরের ন্যায় বিভিন্ন শিক্ষামূলক অধিবেশন ছিলো ।
ভালোবাসার ভাষা এবং যুবাদের আশা এই বিষয়ে সহভাগিতা করেন ডঃ সিস্টার গ্লোরিয়া রোজারিও এমপিডিএ । তিনি বলেন আমাদের জীবন চলার পথে র্সবদা ইতবিাচক দৃষ্টভিঙ্গি ও ইতবিাচক চন্তিা করা উচিত।
“যুব জীবনে বাইবলে ও র্ধমশক্ষিার গুরুত” এই বিষয়ে ফাদার মানুয়লে হেম্ব্রম, নির্বাহী সচিব, বিশপীয় বাইবেল কমিশন তাঁর অধিবেশন শুরু করেন। তিনি বলেন, যুবাদের আরো একতা, অবিচ্ছেদ বন্ধন, ভালোবাসা, বিশ্বাস ভিত্তি গড়ে তোলতে হবে।
“কৃত্তিম বুদ্ধিমত্তা: সুবিধা, চ্যালেঞ্জ ও নৈতিক মূল্যবোধ’ এই বিষয়ে সহভাগিতা করেন মি: জুড বালা, কারিতাস বাংলাদেশ । তিনি মিডিয়া বিষয়ে সকলকে সচেতন হতে বলেছেন এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন অনলাইন যুক্ত ক্রাইম বিষয়ে অবগত করেন ।
তৃতীয় দিনে অংশগ্রহণকারীদের, ময়মনসিংহের মান্দি জনগোষ্ঠী ভাইবোনদের কৃষ্টি সংস্কৃতি ও বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা প্রদান করে এক্সপোজারের ব্যবস্থা করা হয়। এই এক্সপোজারে অংশগ্রহণকারীরা দলবদ্ধভাবে বিভিন্ন গ্রামে যান। অংশগ্রহণকারীদের ৮টি দলে ভাগে করা হয় সইে সাথে প্রতিটি গ্রামে পবিত্র খ্রিষ্টযাগের ব্যবস্থা করা হয়।
এছাড়াও ছিল সন্ধ্যায় পবিত্র ক্রুশের আরাধনা ও যুবাদের ব্যক্তিগত পাপস্বীকার সংস্কার গ্রহণের মাধ্যমে নিরাময়, আত্মশুদ্ধি ও ঈশ্বরের দয়ায় যুব জীবনের রূপান্তর, নবায়ণরে ব্যবস্থা করা হয়।
তেইজে ব্রাদারদের পরিচালনায় মৌন ধ্যানের মাধ্যমে অধ্যাত্ম সাধনা ও প্রার্থনা পরিচালনা করা হয়। এরপরে পোপ ফ্রান্সিস এর সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।
“পরিবেশের ন্যাযতা উন্নয়নে যুবাদের ভূমিকা ও করনীয়” এই বিষয়ে সহভাগিতা করেন ফাদার লিটন গমেজ । তিনি যুব সমাজকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে আহব্বান করেন, তিনি আরও বলেন নিজের দ্বারা তৈরি আবর্জনা নিজেদের পুননির্মাণ করতে হবে।
যুব দিবসে অংশগ্রহণকারী আবৃত্তি আরেং বলেন,“আমি রোমে তীর্থ করতে যেতে না পারলেও আমার আর কোন দু:খ নেই; আমি এই যুব তীর্থে অংশগ্রহণ করে আমার আত্মশুদ্ধি ও জীবন দর্শনে অনেক রূপান্তর অনুভব করতে পরেছি।”
সমাপনী বক্তব্যে যুবদিবস আহবায়ক শ্রদ্ধেয় ফাদার বিকাশ জেমস্ রিবেরু, সিএসসি সবাইকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন, “ যুবারা মনে রাখবে, তোমরা একা নও; তোমাদের এমন একটি মণ্ডলী আছে যারা তোমাদেরকে সমর্থন করে এবং তোমাদের উজ্জ্বল সম্ভাবনার বিশ্বাস রাখে।”
যুব দিবসের শেষ দিনে ময়মনসিংহ ধর্মপ্রদেশ হতে যুব ক্রুশ হস্তান্তর করা হয় রাজশাহী ধর্মপ্রদেশ এর হাতে আর এর মধ্য দিয়েই সমাপ্ত ঘোষণা করা হয় জাতীয় যুব দিবসের । - জয়ন্ত বিশ্বাস