জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে, জানুয়ারি মাসে হাইতিতে ১০০০ জনেরও বেশি মানুষ নিহত, আহত বা অপহরণ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে ক্যারিবীয় জাতির জন্য সবচেয়ে রক্তক্ষয়ী মাস হয়ে উঠেছে।
বিশ্ব রোগী দিবস উপলক্ষে পোপ ফ্রান্সিস বিশেষ ভাবে সারা বিশ্বে যারা যথাযথো ভাবে স্বাথ্য সেবা থেকে বঞ্চিত তাদের জন্য বিশেষ ভাবে মিয়ানমার , প্যালেস্টাইন , ইস্রায়েল এবং উক্রেনের জনগণকে প্রার্থনায় স্মরণ করেছেন।
পোপ ফ্রান্সিস তার এক বিবৃতিতে প্রকাশ করেছেন যে, বর্তমান সময়ের পরিবেশগত সম্স্যা গুলো সমাধানের জন্য তিনি তার সার্বজনীন পত্রে লাউদাতো সি. দ্বিতীয় অংশটির সংস্করণের প্রক্রিয়া আরম্ভ করেছেন।