খ্রিস্টান সংবাদকর্মী ও যোগাযোগকারীদের সাথে পুন্য পিতা পোপ ফ্রান্সিসের সাক্ষাৎ- পোপ নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের খ্রিস্টান সংবাদকর্মী ও যোগাযোগকারীদের সাথে পুন্য পিতা পোপ ফ্রান্সিসের সাক্ষাৎ- পোপ নিউজ
গত ২৫ জানুয়ারি, পুন্য পিতা পোপ ফ্রান্সিস বিশ্বের বিভিন্ন দেশের খ্রিস্টান সংবাদকর্মী ও যোগাযোগকারীদের সাথে সাক্ষাৎ করেন রোম নগরীতে অবস্থিত ভাটিকানের সাধু পিটার্স স্কয়ারের পল ৬ষ্ঠ অডিয়েন্স হল রুমে।
এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ছয় হাজারের বেশী খ্রিস্টান সংবাদকর্মী ও যোগাযোগকারীরা উপস্থিত ছিলেন।
সকলের উদ্দেশে পোপ ফ্রান্সিস “আশা ও ঐক্য” গড়ে তোলার জন্য খ্রিস্টান সংবাদকর্মী ও যোগাযোগকারীদের দায়িত্বের উপর জোর দিয়ে বলেন, “আপনাদের বিপণন কৌশলের বাইরে গিয়ে ঈশ্বরের রাজ্যের উপস্থিতির কথা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে প্রচার ও প্রকাশ করতে হবে”।
----------------------------
নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।
https://bengali.rvasia.org/
এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন ।
Facebook: http://facebook.com/veritasbangla
YouTube: http://youtube.com/veritasbangla
Twitter: https://twitter.com/banglaveritas
Instagram: http://instagram.com/veritasbangla