পোপ ফ্রান্সিস চিকিৎসায় সাড়া দিচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত তিনি বিপদমুক্ত নন জানালেন ডাক্তাররা

রোমের জেমেলি হাসপাতালে এক সংবাদ সম্মেলনে, পোপের মেডিকেল টিমের সদস্যরা বলেন যে, পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এখনও বিপদমুক্ত নন এবং কমপক্ষে আরও এক সপ্তাহ তাঁকে হাসপাতালে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকতে হবে তবে তারা উল্লেখ করেন যে, তিনি যথারীতি সকলের সাথে স্বাভাবিক ভাবে কথোপকথন করছেন এবং আবার কাজ শুরু করেছেন।

ভ্যাটিকান সূত্রে খবর, দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী মৃত্যু আশঙ্কা না থাকলেও, তিনি সম্পূর্ণরূপে "বিপদমুক্ত" নন।

রোমের জেমেলি হাসপাতালে এক সংবাদ সম্মেলনে, পোপের তত্ত্বাবধানকারী দলের প্রধান ডাঃ সার্জিও আলফিয়েরি এবং ভ্যাটিকানের স্বাস্থ্যসেবা পরিষেবার ভাইস-ডিরেক্টর ডাঃ লুইজি কার্বোন সাংবাদিকদের সাথে প্রায় চল্লিশ মিনিট কথা বলেন।

তারা বলেন যে, তারা মনে করছেন যে পোপের বর্তমান শারীরিক অবস্থা অনুযায়ী আগামী সপ্তাহের "অন্তত" পুরোটা সময় তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। 

ডাঃ আলফিয়েরি গুরুত্বসহ বলেন যে পোপ ফ্রান্সিস যদিও ভেন্টিলেটরের সাথে সংযুক্ত নন কিন্তু এখনও পর্যন্ত তিনি শ্বাসকষ্টের জন্য কষ্ট পাচ্ছেন যার ফলে তাঁর স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হচ্ছে

চিকিৎসক টিম পোপের শারীরিক অবস্থার বিবরণ দিতে গিয়ে আরবলেন, পোপ ফ্রান্সিস এখন চেয়ারে সোজা হয়ে বসতে পারছেন, কিছু কাজ করতে পারছেন এবং সকলের সাথে যথারীতি স্বাভাবিক কথোপকথন করতে পারছেন

 : আলফিয়েরি বলেন যে, যখন একজন ডাক্তার পোপকে "হ্যালো, পুণ্য পিতা" বলে অভ্যর্থনা জানান, তখন তিনি "হ্যালো, সন্তান" বলে উত্তর প্রদান করেন

একজন সাংবাদিক যখন কোন বিষয়টি বেশি শঙ্কাজনক বলে জানতে চান তখন ডাক্তাররা বলেন যে পোপের শ্বাসযন্ত্রের ট্র্যাক্টে কিছু ক্ষতিকর জীবাণু তাঁর রক্তে প্রবেশ করতে পারে, যার ফলে তাঁর সেপসিস হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে।

ডাঃ আলফিয়েরি আশাবাদী যে পোপ ফ্রান্সিসে এই শারীরিক সমস্যাগুলির দ্রুত সমাধানের মধ্যে দিয়ে তিনি আবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় ফিরে আসতে পারবেন সূত্র: ভ্যাটিকান নিউজ