পুন্যপিতা পোপ ফ্রান্সিস তিমুর - লেস্তে তার পালকীয় সফর শেষে বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন। তার এই বর্ষীয়ান অবস্থায় বারো দিনের সফরের মধ্যে সিঙ্গাপুর সফরের মধ্য দিয়ে তার এই পালকীয় সফর যাত্রা শেষ হবে।
পুন্যপিতা পোপ ফ্রান্সিস দিলি , তিমুর লেস্টের রাষ্ট্র ভবনে তার বক্তব্য চলাকালীন সময়ে সে দেশের দারিদ্র্যতা এবং পারস্পারিক সহিংসতার সকল বাধাসমূহ মোকাবেলা করার জন্য খ্রিষ্টীয় বিশ্বাসের মূল্যবোধকে প্রয়োগ করার আহ্বান জানান।
পরিবেশগত ধ্বংসের ফলে তোমরা কি লাখো লাখো মানুষের কান্না শুনছো? পোপ মহোদয়ের এই প্রশ্নটি করছেন যখন আমরা এ মাসে, প্রকৃতির প্রতি যত্ন ও ভালবাসার জন্য প্রার্থনা করছি।
পোপ ইন্দোনেশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ন এবং ফলপ্রসূ সম্প্রীতি বজায় রাখার জন্য আন্তঃধর্মীয় সংলাপের উপর বিশেষ জোরদার করেছেন এবং এ ক্ষেত্রে তিনি খ্রিস্টমন্ডলীর সকল প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন।
এই চুক্তি সাক্ষরটি স্থানীয়ভাবে অর্থাৎ আন্তঃধর্মীয় সকল পযার্য়ের মানুষের মধ্যে শান্তি ,মিলন, একতার এবং পরিবেশগত সমস্যাগুলো সমাধানের উপর যথেষ্ট ইতিবাচক প্রভাব বিস্তার লাভ করবে।
ইন্দোনেশিয়ায় ২৮১.৫ মিলিয়ন মানুষের বসবাস। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল একটি দেশ । এখানে প্রায় ৯৪ শতাংশ মুসলমান, ৭.৫ শতাংশ প্রোটেষ্টান ৩.১ শতাংশ ক্যাথলিক এবং ১.৭ শতাংশ হিন্দু বসবাস করে।
পোপ ফ্রান্সিস সেপ্টেম্বর মাসের ২ থেকে ১৩ তারিখ পর্যন্ত ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, ইস্ট তিমুর এবং সিঙ্গাপুর সফর করবেন। পোপ তার এ দীর্ঘ সফরকালে বিভিন্ন দেশের রাজধানী ও শহরে মোট ১৬টি উপদেশবাণী রাখবেন।
বুধবার ৭.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত নয়জন মারা যান এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হন।অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। বিবিসি সংবাদ অনুযায়ী উদ্ধারকারীরা মোট ৬০০ জনকে উদ্ধার করতে সচেষ্ট হয়েছেন তবে বেশ কয়েক জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।