চির নিদ্রায় শায়িত হলেন ক্যাথলিক ধর্ম গুরু পূণ্য পিতা পোপ ফ্রান্সিস

ভ্যাটিকানের নিউজ অনুযায়ী, ২১ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ইতালির স্থানীয় সময় সকাল ৭:৩৫ মিনিটে ক্যাথলিক ধর্ম গুরু পূণ্য পিতা পোপ ফ্রান্সিস নিজ বাস ভবন কাসা সান্তা মার্তায় মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। তিনি ছিলেন প্রথম লাতিন আমেরিকান এবং জেজুয়েট যিনি ক্যাথলিক মন্ডলীর প্রধান নির্বাচিত হন।
Cardinal Kevin Ferel, (ভ্যাটিকানের বুরিয়াক্রেসির অফিসিয়াল ক্যামেরলেনগো) ঘোষণা করেছেন যে পোপ ফ্রান্সিস সকাল ৭:৩৫ মিনিটে'ই মৃত্যুবরণ করেন।
পোপ ফ্রান্সিসের ডাক নাম ছিল হোর্হে মারিও বেরগোলিও, তার জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে।
২০১৩ সালে নির্বাচিত হয়ে তিনি ১২ বছর এই গুরুত্বপূর্ণ পদে থেকে সেবা দিয়েছেন, এবং এই সময়ে মন্ডলী সংস্কার ও আধুনিকায়ন এর চেষ্টা চালিয়ে গেছেন।
শেষ মাসগুলোতে পোপ ফ্রান্সিস গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, যা পরে নিউমোনিয়ায় রূপ নেয়। তবুও সৃষ্টিকর্তার ইচ্ছায়, মৃত্যুর একদিন আগেও তিনি Saint Peters Sqaure এ' ইস্টার সানডেতে জনসমক্ষে সবার সামনে উপস্থিত হন, যা অনেকের প্রত্যাশা ছিল।
তার মৃত্যুর মাধ্যমে ক্যাথলিক মন্ডলীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক যুগের ইতি হল। ভ্যাটিকান ইতমধ্যে জানিয়েছে, তার শেষকৃত্য সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।
ভ্যাটিকানের স্টেটমেন্ট, "প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে আমি আমাদের পূণ্য পিতা পোপ ফ্রান্সিসের মৃত্যুর সংবাদ ঘোষণা করছি। আজ সকাল ৭:৩৫ মিনিটে, রোমের বিশপ ফ্রান্সিস এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন। তিনি তার সমগ্র জীবন সৃষ্টিকর্তা ও মন্ডলীর সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।
জীবন দশায় তার কাজ দিয়ে আমাদের শিখিয়েছেন কীভাবে সত্যনিষ্ঠা, সাহস ও সর্বজনীন ভালোবাসার মাধ্যমে, মঙ্গলসমাচারের বানী এবং মূল্যবোধগুলো অনুসরণ করে বাঁচতে হয়! বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হয়, তাদের সাহায্য করতে হয়।
প্রভু যীশুর একজন সত্যিকারের শিষ্য হিসেবে তাঁর উদাহরণের জন্য আমরা তার কাছে অপরিসীম কৃতজ্ঞ থাকব। সেই সাথে পোপ ফ্রান্সিসের আত্মাকে, অসীম দয়ালু ঈশ্বরের করুণার হাতে সমর্পণ করছি।"
তার এই মহাপ্রয়াণে বাংলাদেশের সকল আর্চবিশপ, বিশপ, ফাদার-ব্রাদার, সিস্টার ও খ্রিস্টভক্তদের পক্ষ থেকে জানাই গভীর সমবেদনা। ঈশ্বর তাঁর এইভক্ত সেবককে চিরশান্তি দান করুন। - আরভিএ সংবাদ