রাজশাহী ধর্মপ্রদেশের প্রভু নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল প্রাক্-বিবাহ প্রশিক্ষণ কোর্স
গত ১৬ থেকে ২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পাঁচ দিন ব্যাপি প্রাক্-বিবাহ প্রশিক্ষণ কোর্স।
উক্ত প্রশিক্ষণে বিভিন্ন ধর্মপল্লী ও সুরশুনিপাড়া ধর্মপল্লীর অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে মোট ৫৪ জন যুবক যুবতী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এ প্রশিক্ষণ কোর্সে যে সমস্ত বিষয় গুলোর উপর ভিত্তি করে ক্লাস প্রদান করা হয়েছে তা হলো, সাক্রামেন্ত ও মাণ্ডলিক শিক্ষা, বিবাহ একটি ঐশ্ব পরিকল্পনা-এর উদ্দেশ্য, প্রস্তুতি ও গুরুত্ব, বাণ লেখা, বিবাহ আশির্বাদ, কৃষ্টি সংস্কৃতি ও রীতি নীতি , প্রাকৃতিক পরিবার পরিকল্পনা , সুষ্ঠু মনোনয়ন ও সঠিক সিদ্ধান্ত, পিতৃত্ব ও মাতৃত্ব, অর্থনেতিক বাজেট ও আয়-ব্যয় এবং ধর্মীয় শিক্ষা এবং পরিবারে প্রার্থনার গুরুত্ব ।
অংশগ্রহনকারী একজন বলেন, “প্রত্যেকটি ক্লাসই ছিল প্রাণবন্ত, সক্রিয় এবং তাদের বিবাহিত জীবনের প্রবেশের ও আর্দশ পরিবার গঠনে এই শিক্ষাগুলো সহায়ক হবে।”
পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিবাহিত জীবনে প্রবেশের পূর্বে উপযুক্ত সঙ্গী নির্বাচন ও বিবাহ পরবর্তী জীবনে বিশ্বস্থতার সহিত জীবন-যাপন করার ও আর্দশ পরিবার গড়ে তোলার জন্য।”
এই প্রশিক্ষণ এ অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জন মেয়ে ও ২৪ জন ছেলে যোগদান করেন। সেই সাথে তাদের মধ্যে কাথলিক ৩৭ জন, অন্যান্য মণ্ডলি থেকে ৭ জন এবং ১০ জন বেদীন, যারা কাথলিক ধর্ম মতে বিবাহ আশির্বাদ নিবেন।
এ প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহণকারীদের প্রাক্-বিাবহ প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান করার মধ্য দিয়ে এই কোর্সসের সমাপ্তি ষোষণা করা হয়। - ডিকন ব্লেইজ কস্তা