ঢাকার মট্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “চাকরি খোঁজা নয়, ক্যারিয়ার গড়ার স্বপ্ন” নিয়ে জব ফেয়ার

চাকরিপ্রার্থী তরুণদের কর্মসংস্থানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মট্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো জব ফেয়ার (চাকরি মেলা)

গত ২৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকার মট্স প্রাঙ্গণে চাকরিপ্রার্থী তরুণদের কর্মসংস্থানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনুষ্ঠিত হলো চাকরি খোঁজা নয়, ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে জব ফেয়ার (চাকরি মেলা)।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ASSET প্রকল্পের আওতায় মট্স ইনস্টিটিউট অব টেকনোলজি, বাংলাদেশ কর্তৃক আয়োজিত এ জব ফেয়ারের (চাকরি মেলা) মাধ্যমে চাকরি, দক্ষতা ও শিল্পখাতের মিলনমেলায় পরিণত হয়েছে।

উক্ত জব ফেয়ারে অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ৫০টি উৎপাদন, শিল্প ও সেবাখাতের বিভিন্ন প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি চাকরির সুযোগ, ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপের পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক দিক নিদের্শনা প্রদান করেছে। ফলে চাকরিপ্রার্থীরা একই ছাদের নিচে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছে।

উল্লেখ্য, উক্ত জব ফেয়ারে মট্স ইনস্টিটিউট অব টেকনোলজির ডিপ্লোমা গ্র্যাজুয়েটরা এবং এলটিএমসি গ্র্যাজুয়েটসহ সকল অভিজ্ঞ ও নতুন আগ্রহী চাকরিপ্রার্থী ও সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণ ছিল।

মট্স কর্তৃক আয়োজিত এ জব ফেয়ার শুধুমাত্র নিয়োগ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এতে করে তরুণরা বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা, দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছে।

উক্ত জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মঞ্জুরুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক, ASSET প্রকল্প। তিনি বলেন, “দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষা ও শিল্পখাতের কার্যকর সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ জব ফেয়ার তরুণদের কর্মজীবনে এগিয়ে যেতে বাস্তবিকভাবে সহায়তা করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার, ASSET প্রকল্প এবং মোঃ জাহিদুল ইসলাম, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, ASSET প্রকল্প। বিশেষ অতিথিবৃন্দ সকলেই একমত যে, এ ধরনের জব ফেয়ার তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে,যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মট্স ইনস্টিটিউট অব টেকনোলজি, বাংলাদেশ এর অধ্যক্ষ ও পরিচালক জেমস্ গোমেজ। তিনি আশা ব্যক্ত করে বলেন,  “জব ফেয়ারের মাধ্যমে শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের নয় বরং দেশের তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হবে এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আয়োজনের অংশ হিসেবে ছিল সেমিনার ও আলোচনা অনুষ্ঠান। এতে TVET গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার সুযোগ বিষয়ক আলোচনা, ইন্ডাস্ট্রি ইনসাইট সেশন এবং সরাসরি নেটওয়ার্কিংয়ের সুযোগ ছিল চাকরিপ্রার্থীদের জন্য। - সুমি ক্লডিয়া রোজারিও