বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা

বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা

গত ২৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা।

এই বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাননীয় লায়লা জান্নাতুল ফেরদৌস ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফাদার আন্তনী হাঁসদা, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও সহ আমন্ত্রিত বিশেষ অতিথিগণ, শিক্ষক মণ্ডলী, অভিভাবকগণ ও শিক্ষার্থীরা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও বলেন, “ক্রিড়া বা খেলাধুলা শিক্ষার বিশেষ অঙ্গ। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, জয়-পরাজয় সহজভাবে গ্রহণ করা প্রভৃতি গুণ ক্রিড়ার মাধ্যমে সহজে অর্জিত হয়।”

এই অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত, কবুতর উড়ানো এবং উদ্বোধনী নৃত্য।   

বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা

এছাড়াও স্কাউট ও গার্ল গাইডের ছেলে-মেয়েরা বিশেষ কুচকাওয়াজ প্রদর্শন করে। কুচকাওয়াজ প্রদর্শন শেষে শুরু হয় বিভিন্ন গ্রুপের ক্রিড়া প্রতিযোগিতা। শিক্ষার্থীরা অতি উৎসাহের সাথে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে দর্শকবৃন্দকে আনন্দ দান করে।

বিভিন্ন ইভেন্টের খেলা শেষ হলে প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও, সহকারী প্রধান শিক্ষক মার্টিন রড্রিক্স ও সিনিয়র সহকারী শিক্ষক হিউবার্ট রোজারিও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। - সুমন দাস